Ajker Patrika

ফোনেটিকস (পর্ব-১): কথার রহস্য খুলে ফেলি

মমতাজ জাহান মম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১০: ০৩
ফোনেটিকস (পর্ব-১): কথার রহস্য খুলে ফেলি

তুমি কি কখনো ভেবেছ, ইংরেজির ‘cat’ আর ‘cake’ শব্দ দুটো দেখতে অনেকটা একই। কিন্তু কেন উচ্চারণে পুরো আলাদা? কিংবা ‘ship’ আর ‘sheep’—দুটি শব্দের মাঝেও সামান্য পার্থক্য কীভাবে এত বড় পরিবর্তন নিয়ে আসে? এসবের পেছনে লুকিয়ে থাকে একটা বিশেষ ‘কথার ম্যাজিক’, যার নাম—ফোনেটিকস।

ফোনেটিকস কী?

ফোনেটিকস মানে হলো ‘কথার ধ্বনি’ বা ‘শব্দের আওয়াজ’ নিয়ে বিজ্ঞান। আমরা কীভাবে শব্দ তৈরি করি, উচ্চারণ করি, আর সেই শব্দ শুনে বুঝতে পারি—এসব কিছুই ফোনেটিকস শেখায়। সহজ কথায় বললে, যখন তুমি ‘boy’ বলো, তোমার ঠোঁট দুটো একসঙ্গে মিলিয়ে শব্দটা তৈরি হয়। আর যখন ‘toy’ বলো, তখন

ঠোঁট আর জিবের অবস্থান একটু ভিন্ন হয়।

ফোনেটিকসই বুঝিয়ে দেয় এই পার্থক্য। উদাহরণ দিয়ে দেখি » ‘Pen’ আর ‘Pan’—দেখতে প্রায় একই, কিন্তু ‘e’ আর ‘a’ স্বরের উচ্চারণ একেবারে আলাদা। তাই যদি তুমি ‘pen’-কে ‘pan’-এর মতো বলো, তাহলে ভুল বলা হবে।

  • ‘Think’—এখানে ‘th’ ধ্বনিটা বিশেষ। তোমার জিব একটু দাঁতের পেছনে রেখে উচ্চারণ করো—‘থ’ এর মতো একটা শব্দ তৈরি হবে।
  • ‘Sing’ আর ‘Sink’—‘ng’ এবং ‘nk’ উচ্চারণে পার্থক্য আছে। ‘Sing’ বললে গলা থেকে নরম একটা শব্দ শোনা যাবে, আর ‘sink’ বললে গলা আর জিব দুটোই কাজে লেগে যাবে।

কেন ফোনেটিকস জানা জরুরি?

  • ইংরেজি ভালো বলতে হলে সঠিক উচ্চারণ শেখা খুবই প্রয়োজন।
  • ভুল উচ্চারণ মানে কথার মানে বদলে যাওয়া আর অন্যদের বোঝা কঠিন হওয়া।
  • যখন তোমার উচ্চারণ পরিষ্কার হবে, তখন অন্যরা তোমার কথা সহজে বুঝবে, আর তুমি নিজেও বেশি আত্মবিশ্বাসী হবে।

একটু খেলা করি

তুমি কি পারো ‘th’ শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে?

যেমন—‘thank you’, ‘think’, ‘birthday’। চেষ্টা করো, জিব দাঁতের পেছনে রেখে বলো। এবং ‘ship’ আর ‘sheep’ শব্দ দুটো উচ্চারণ করে দেখো। তোমার কানে কি পার্থক্য শোনা যাচ্ছে?

আগামী পর্বে (ফোনেটিকস আর ফোনোলজির মধ্যে পার্থক্য)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

সিনেমায় কাজ করতে চান সাফা, তবে ভয়ও পাচ্ছেন

এলাকার খবর
Loading...