Ajker Patrika

এইচএসসিতে হামদর্দ পাবলিক কলেজে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১০: ৪১
এইচএসসিতে হামদর্দ পাবলিক কলেজে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন

হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার প্রতিষ্ঠিত হামদর্দ পাবলিক কলেজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) সাফল্য পেয়েছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে ৪০২ জন শিক্ষার্থীর (বিজ্ঞান: ৩৭৮ জন, ব্যবসায় শিক্ষা: ২৪ জন) মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার শতকরা ৫২ দশমিক ৪৮ পারসেন্ট। পাসের হার ৯৯ দশমিক ৭৫ পারসেন্ট, অকৃতকার্য ১ জন। 

ফলাফল ঘোষণার পর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামসহ শিক্ষকেরা ছুটে আসেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার কাছে। এ সময় প্রতিষ্ঠাতা ইউছুফ হারুন শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। তখন এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, ‘শিক্ষকদের নিরলস পরিশ্রম-নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের নিরন্তর প্রচেষ্টায় আজ হামদর্দ পাবলিক কলেজ সমগ্র বাংলাদেশে অসাধারণ চমক দেখিয়েছে। ভবিষ্যতেও এই সাফল্য অব্যাহত রেখে সৎ ও যোগ্য মানুষ তৈরির প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আসিফ এস মিজান, হামদর্দের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত