Ajker Patrika

স্থিতিশীল হোক কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আবু মো. ফজলে রোহান
Thumbnail image

 শিক্ষক সমিতির সঙ্গে উপাচার্যের দ্বন্দ্বে কয়েক মাস ধরে অস্থিতিশীল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।

গত ১৯ ফেব্রুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন শেষে উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় মূলত শিক্ষক ও কর্মকর্তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সে সূত্র ধরে শিক্ষক সমিতির আন্দোলন শুরু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে অসহযোগিতা করা হয়। ফলে শিক্ষক সমিতির সাত দফা দাবি পরবর্তী সময়ে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। ঈদের আগে শিক্ষক সমিতি প্রায় অর্ধমাসের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করেছিল। ঈদের পরে সমস্যা সমাধান না করে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিক্ষক-প্রশাসনের এই দ্বন্দ্ব হয়তো একদিন মিটে যাবে। কিন্তু পরীক্ষাগুলোর কী হবে? বিশ্ববিদ্যালয় খোলামাত্র সেশনজট এড়াতে তাড়াহুড়ো করে হয়তো একনাগাড়ে সব পরীক্ষা নিয়ে নেওয়া হবে। বিভিন্ন বিভাগে সব মিলিয়ে ৮ থেকে ১০টি মিডটার্ম পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। জুলাই মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিতে হলে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়ালসহ সবকিছু শেষ করতে হবে খুব অল্প সময়ের মধ্যে। ছয় মাসের কোর্স এক মাস বা ১৫ দিনে শেষ করে দিলে শিক্ষার্থীদের অর্জনের খাতা শূন্যই থাকবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ উচ্চমহলের হস্তক্ষেপ কামনা করছি।

আবু মো. ফজলে রোহান, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত