Ajker Patrika

বিভাগের নাম পরিবর্তন চাই

মো. ফুয়াদ আহমেদ
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১০
Thumbnail image

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগকে বিভক্ত করে ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ এবং ‘ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং’ বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছিল রুয়েট প্রশাসন। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

২০১৫ সালে রুয়েটে যাত্রা শুরু হয় কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের। শুরু থেকেই বিভাগটিতে ল্যাব ফ্যাসিলিটি, পর্যাপ্ত শিক্ষক এবং শিক্ষার পরিবেশ ছিল না। মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা উপেক্ষা করে এ রকম মিশ্র একটা বিভাগ মেকানিক্যাল অনুষদের তত্ত্বাবধানে খোলা হয় এবং অনিশ্চয়তার ওপর ভিত্তি করে কার্যক্রম চালানো হয়।

একপর্যায়ে দেখা যায়, একজন পরিপূর্ণ কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা ফুড প্রসেস ইঞ্জিনিয়ার হতে যে পরিমাণ শিক্ষা উপকরণ বা গবেষণাগার সুবিধা দরকার, তার কিছুই নেই সে বিভাগে। রুয়েট প্রশাসনও শিক্ষার্থীদের জন্য তা নিশ্চিত করতে পারেনি। সঙ্গে শিক্ষার্থীদের আছে ভোগান্তি ও চাকরির বাজারে পিছিয়ে থাকার হতাশা। এসব সমস্যা নিরসনে শিক্ষার্থীরা তিন মাস ধরে আন্দোলন করে চলেছেন।

শিক্ষার্থীদের দাবি, বিভাগটির নাম ‘কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’ রাখা হোক এবং বিভাগটির সর্বাঙ্গীণ উন্নতি করা হোক। 

মো. ফুয়াদ আহমেদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত