শিক্ষা ডেস্ক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের (এনজেইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১২ মে) সকালে বুয়েটের ইসিই ভবনের রাইজের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানের আয়োজন করে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)।
বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো বুয়েট ও নানজিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার সম্ভাবনা অন্বেষণ করা। সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প গ্রহণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, প্রযুক্তি স্থানান্তর এবং উচ্চশিক্ষা–বিষয়ক বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
এ চুক্তির মাধ্যমে বুয়েটের সঙ্গে এনজেইউর ঘনিষ্ঠ সম্পৃক্ততা ও আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলা দুই পক্ষের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, যা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী ও ফলপ্রসূ সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে।
বুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের সিপিসি কাউন্সিলের চেয়ারম্যান ও চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের ফেলো তান তিয়েনিউ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া, রাইজের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।
চীনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের ডিন ও স্কুল অব ফরেন ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক ঝাং ই, ল্যাবরেটরি অ্যান্ড ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অফিসের পরিচালক ও স্কুল অব এনভায়রনমেন্টের অধ্যাপক ঝাং সুশিয়াং, স্কুল অব সাসটেইনেবল এনার্জি অ্যান্ড রিসোর্সেসের সহযোগী ডিন ও স্কুল অব আর্থ সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ঝাও লিয়াং, স্কুল অব লাইফ সায়েন্সেসের সহযোগী ডিন অধ্যাপক জি হুইমিং, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের উপপরিচালক ও স্কুল অব কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কাও ই প্রমুখ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের (এনজেইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার (১২ মে) সকালে বুয়েটের ইসিই ভবনের রাইজের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুষ্ঠানের আয়োজন করে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)।
বুয়েট কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো বুয়েট ও নানজিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করা। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণার সম্ভাবনা অন্বেষণ করা। সভায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প গ্রহণ, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, প্রযুক্তি স্থানান্তর এবং উচ্চশিক্ষা–বিষয়ক বিভিন্ন সম্ভাব্য উদ্যোগ নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
এ চুক্তির মাধ্যমে বুয়েটের সঙ্গে এনজেইউর ঘনিষ্ঠ সম্পৃক্ততা ও আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলা দুই পক্ষের জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, যা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য ও আকাঙ্ক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই চুক্তি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী ও ফলপ্রসূ সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে।
বুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের সিপিসি কাউন্সিলের চেয়ারম্যান ও চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের ফেলো তান তিয়েনিউ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. নায়েব মো. গোলাম জাকারিয়া, রাইজের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম।
চীনের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের ডিন ও স্কুল অব ফরেন ল্যাঙ্গুয়েজেসের অধ্যাপক ঝাং ই, ল্যাবরেটরি অ্যান্ড ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট অফিসের পরিচালক ও স্কুল অব এনভায়রনমেন্টের অধ্যাপক ঝাং সুশিয়াং, স্কুল অব সাসটেইনেবল এনার্জি অ্যান্ড রিসোর্সেসের সহযোগী ডিন ও স্কুল অব আর্থ সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ঝাও লিয়াং, স্কুল অব লাইফ সায়েন্সেসের সহযোগী ডিন অধ্যাপক জি হুইমিং, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের উপপরিচালক ও স্কুল অব কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কাও ই প্রমুখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার গোপালগঞ্জ ছাড়া অন্যান্য জেলার আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা চলবে।
১০ ঘণ্টা আগেনিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ দিন আগেদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি...
২ দিন আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২- ২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ করতে পারবেন।
২ দিন আগে