Ajker Patrika

মাইলস্টোন কলেজে দেয়াল পত্রিকা প্রদর্শন প্রতিযোগিতা

ক্যাম্পাস ডেস্ক
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৫২
মাইলস্টোন কলেজে দেয়াল পত্রিকা প্রদর্শন প্রতিযোগিতা

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দেয়াল পত্রিকা প্রদর্শন প্রতিযোগিতা ২০২৩। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে শোকাবহ আবহে স্মরণ করা হয় সদ্য প্রয়াত নবম শ্রেণির মেধাবী ছাত্রী নুসরাত জামানকে। এ সময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষ, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

মাসব্যাপী এই প্রতিযোগিতায় স্থান পায় নবম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের হাতে লেখা দুই শতাধিক দেয়াল পত্রিকা। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা দেয়াল পত্রিকাগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে এনেছে আমাদের ইতিহাস, সংস্কৃতি, সুখ, বিপন্নতা এবং দিনযাপনের গল্প। এ প্রতিযোগিতার থিম ‘আমরা নারী, আমরাই পারি’।

উদ্বোধন শেষে প্রতিটি দেয়ালিকা ঘুরে দেখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এ সময় তিনি প্রদর্শিত দেয়ালিকার বিষয় নিয়ে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মনোজগতে লুকিয়ে থাকা প্রতিভার জাগরণ ঘটায়। মাইলস্টোন কলেজে শিক্ষার্থীরা সারা বছর নানান সহশিক্ষা কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। মাসব্যাপী দেয়ালিকা প্রতিযোগিতা এই সহশিক্ষা কার্যক্রমেরই ধারাবাহিক অংশ। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যেমন একাডেমিক ক্যালেন্ডার মেনে পড়াশোনা করবে, তেমনি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে।

প্রতিবছরের মতো এবারও মাসব্যাপী প্রদর্শনী শেষে সেরা দেয়ালিকা ২০২৩ ঘোষণা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত