Ajker Patrika

এআইইউবি গথিক সাহিত্যের নানামুখী আয়োজন

মমতাজ জাহান মম, ঢাকা
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ৪১
এআইইউবি গথিক সাহিত্যের নানামুখী আয়োজন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ মঞ্চস্থ করল ‘এক্সপ্লোরিং দ্য গথিক ইন লিটারেচার’ শীর্ষক ‘গথিক’ সাহিত্যের নানামুখী আয়োজন। ১১ অক্টোবর বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এআইইউবির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

এতে বিভাগের শিক্ষার্থীরা প্রখ্যাত উপন্যাস ও কবিতার নাট্যরূপ, নাচসহ ব্যতিক্রমী বিভিন্ন বিষয় পরিবেশন করেন। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিহাব সাকিব এবং অন্যান্য শিক্ষক।

পুরো অনুষ্ঠান উপস্থাপনায় দুজন শিক্ষার্থী জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘ওয়েনেসডে এডমস’ ও ‘কাউন্ট ড্রাকুলা’রূপে মঞ্চে এসে দর্শকদের চমকে দেন। ‘গথিক’ সাহিত্যের প্রবাদপ্রতিম লেখক এডগার অ্যালেন পোর কবিতা ‘দ্য কনকিউর ওর্ম’ দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একে একে মেরি শেলির ফ্রাংকেনস্টাইনের কিছু অংশের নাট্যরূপ, এমিলি ডিকেনসনের ‘আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন’ আবৃত্তি করা হয়। এরপর ইংরেজি ঔপন্যাসিক শার্লট বন্ট্রির বিখ্যাত ‘জেন আইয়ার’-এর নাট্যরূপ মঞ্চায়িত হয়। অনুষ্ঠানে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হয়েছে রবার্ট ব্রাউনিংয়ের কবিতা ‘পোরফাইরিয়াস লাভার’-এর বাংলা অনুবাদের নাট্যরূপ এবং স্টেফেন কিংয়ের সাইকোলজিক্যাল থ্রিলার ‘সিক্রেট উইন্ডো’। এ ছাড়া অনুষ্ঠানে ছিল একটি ভৌতিক নৃত্য পরিবেশনা।

ইংরেজি অনুষদের সহকারী অধ্যাপক শিহাব সাকিব বলেন, ‘শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি অনুরাগী করা এবং তাদের সৃজনশীলতার বহিঃপ্রকাশের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে এই আয়োজন। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সব সময় এ ধরনের অংশগ্রহণমূলক আয়োজনকে উদ্বুদ্ধ ও পৃষ্ঠপোষকতা করে আসছে।’

অনুষ্ঠান সমাপনীতে কলাকুশলী ও স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত