নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হলো। তবে ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিক আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। পরে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। শিক্ষার্থীরা ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি নগদ টাকা জমা দিয়ে ফি পরিশোধ করার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করার সুযোগ পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হলো। তবে ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিক আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। পরে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। শিক্ষার্থীরা ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি নগদ টাকা জমা দিয়ে ফি পরিশোধ করার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করার সুযোগ পাবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্টুডেন্ট ওয়েলফেয়ারের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘ফোরাম উইক ২০২৫ ’। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
৮ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রকাশ করা হয়েছে। এতে বিষয় পাওয়া শিক্ষার্থীদের ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করতে হবে।
১৬ ঘণ্টা আগেময়মনসিংহের সদর উপজেলার রঘুরামপুরের এক প্রতিভাবান তরুণী এখন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে ভ্যাকসিন উদ্ভাবনের গুরুত্বপূর্ণ গবেষণায় নিয়োজিত। তাঁর নাম মমতা আক্তার। তিনি বর্তমানে অর্গানিক কেমিস্ট্রিতে পিএইচডি করছেন এবং গবেষণা করছেন প্রাণঘাতী
১৮ ঘণ্টা আগেসুইডেনে ডালার্না ইউনিভার্সিটি বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৮ ঘণ্টা আগে