নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হলো। তবে ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিক আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। পরে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। শিক্ষার্থীরা ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি নগদ টাকা জমা দিয়ে ফি পরিশোধ করার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করার সুযোগ পাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে (শনিবার) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বঘোষণা অনুযায়ী এই ভর্তি পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষা ২১ দিন পেছানো হলো। তবে ভর্তি পরীক্ষা পেছানোর কোনো নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, এর আগে ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোয় স্নাতক প্রথম বর্ষে ভর্তির সুযোগ থাকলেও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।
গত ২০ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে জানানো হয়, ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের এবং পরীক্ষার সময় থাকবে ১ ঘণ্টা।
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২১ জানুয়ারি থেকে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। প্রাথমিক আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। পরে ১৬ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি-ইচ্ছুক আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন ফরম পূরণের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। শিক্ষার্থীরা ২৭ এপ্রিলের মধ্যে কলেজের নির্ধারিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা সরাসরি নগদ টাকা জমা দিয়ে ফি পরিশোধ করার সুযোগ পাবেন। ২৮ এপ্রিল পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ অনলাইনে শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফরম নিশ্চায়ন করার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই দুজনকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে বুধবার গভীর রাতে...
৪ ঘণ্টা আগেআন্দোলনের মুখে কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে স্বতন্ত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রস্তাব পর্যালোচনা করে পদক্ষেপ নেবে।
৮ ঘণ্টা আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশন করছে শিক্ষার্থীদের একটি অংশ। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে তাঁরা অনশনে বসেন। এর আগে এক দফা দাবি পূরণে গত রোববার দেওয়া ২৪
২ দিন আগে‘বৈশাখে হবে উৎসব, উৎসবে হবে নাটক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইইউবি থিয়েটারের উদ্যোগে ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘আইইউবি থিয়েটার বৈশাখী নাট্যোৎসব ২০২৫’। এই উৎসবে আইইউবি থিয়েটার ছাড়াও জাহাঙ্গীরনগর থিয়েটার, তীরন্দাজ রেপার্টরি, বটতলা থিয়েটারসহ মোট চারটি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্
২ দিন আগে