Ajker Patrika

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপের সুযোগ

বিজ্ঞপ্তি  
Thumbnail image
অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপের সুযোগ। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি, গবেষণার আধুনিকতা এবং উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগের কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা দিন দিন সেখানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠছেন। এ ছাড়া স্নাতক শেষে চাকরি পাওয়ার সুযোগ এবং স্থায়ী বাসস্থানের সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকায় উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার নতুন সুযোগগুলো সম্পর্কে জানার জন্য এডুকেশন কনসালটেন্সি ফার্ম পিএফইসি গ্লোবাল আয়োজন করেছে ‘অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো’। শিক্ষা মেলাটি আগামী ৬ জানুয়ারি ঢাকার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ওই দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের থেকে সরাসরি কথা বলে জানতে পারবেন। আয়োজকদের দাবি, ভর্তিচ্ছুরা কোর্স, স্কলারশিপ, ভর্তির প্রক্রিয়া কিংবা গ্র্যাজুয়েশন পরবর্তী চাকরির সুযোগ নিয়ে সব প্রশ্নের উত্তরের জানতে পারবেন এই অনুষ্ঠান থেকে।

এ ছাড়া, উপস্থিত শিক্ষার্থীরা ইভেন্টে অ্যাপ্লিকেশন ফি ছাড়া সরাসরি তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন এবং জানতে পারবেন ১০০ পারসেন্ট পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ।

পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য এক দারুণ সুযোগ, এখানে শিক্ষার্থীরা শীর্ষ অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে পারবেন। এতে শিক্ষার্থীরা তাঁদের পছন্দের প্রোগ্রাম, বিষয় এবং টিউশন ফি সম্পর্কেও বিস্তারিত তথ্য পাবেন।

এ ছাড়া অনুষ্ঠানে যারা অন স্পট অ্যাপ্লিকেশন করবেন তারা পাবেন একটি স্মার্টওয়াচ। আর যারা সফলভাবে ভিসা গ্রান্ট পাবেন তাঁরা উপহার হিসেবে পাবেন একটি অ্যাকশন ক্যামেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত