তানিয়া আক্তার
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে নিয়মিত চর্চানির্ভর শিক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় নানা ব্যতিক্রমী কার্যক্রম। তার একটি ‘ইনট্রা-ডিপার্টমেন্ট লেবার ল পোস্টার প্রতিযোগিতা’। এবারের আয়োজনের মূল থিম ছিল গ্রিন্ড অব লেবার। শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা ও সংগ্রামী জীবন উঠে এসেছে প্রতিযোগিতার প্রতিটি পোস্টারে।
এই আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছে পাঠকবন্ধুর চার সদস্যের দল ‘স্পাই ওয়ারিয়র্স’। দলটির সদস্য—মাহিন আল জামি, সোহেল রহমান জয়, সাফিউল আজিম সানি ও মো. আবুবকর সিদ্দিক। তাঁরা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যমী শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্য।
দলের তৈরি পোস্টার ‘গ্রিন্ড অব লেবার’-এ চিত্রিত হয়েছে শ্রমিকশ্রেণির ঘামঝরা দিন, অধিকার বঞ্চনার বাস্তবতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ যেন এক নান্দনিক ও মানবিক বার্তায় মোড়ানো প্রতিবেদন, যেখানে যুক্ত হয়েছে সৃজনশীল চিত্রকল্প ও তথ্যভিত্তিক উপস্থাপন।
দলনেতা মাহিন আল জামি বলেন, ‘আমরা চেয়েছি শুধু একটি পোস্টার নয়, একটি বার্তা তৈরি করতে, যা দেখে মানুষ শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করবে।’ দলের অপর সদস্য সোহেল রহমান জয় বলেন,
‘শ্রম আইন নিয়ে কাজ করতে গিয়ে আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’
স্পাই ওয়ারিয়র্স দলের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়, এটি নবীনদের জন্য এক বিশাল প্রেরণা। পাঠকবন্ধুর সদস্য হিসেবে তাঁরা বরাবরই সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁদের এই কাজ প্রমাণ করে, যেখানে জ্ঞান, মানবিকতা ও কল্পনার মিশ্রণ ঘটে; সেখান থেকে জন্ম নেয় সমাজে আলো ফেলতে সক্ষম বার্তা।
পোস্টারটি যেন হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের কষ্ট, অধিকারহীনতা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি; যা শুধু দেখার নয়, ভাবনারও খোরাক।
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে নিয়মিত চর্চানির্ভর শিক্ষার অংশ হিসেবে আয়োজিত হয় নানা ব্যতিক্রমী কার্যক্রম। তার একটি ‘ইনট্রা-ডিপার্টমেন্ট লেবার ল পোস্টার প্রতিযোগিতা’। এবারের আয়োজনের মূল থিম ছিল গ্রিন্ড অব লেবার। শ্রমজীবী মানুষের কঠিন বাস্তবতা ও সংগ্রামী জীবন উঠে এসেছে প্রতিযোগিতার প্রতিটি পোস্টারে।
এই আয়োজনে তৃতীয় স্থান অর্জন করেছে পাঠকবন্ধুর চার সদস্যের দল ‘স্পাই ওয়ারিয়র্স’। দলটির সদস্য—মাহিন আল জামি, সোহেল রহমান জয়, সাফিউল আজিম সানি ও মো. আবুবকর সিদ্দিক। তাঁরা গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যমী শিক্ষার্থী ও পাঠকবন্ধুর সদস্য।
দলের তৈরি পোস্টার ‘গ্রিন্ড অব লেবার’-এ চিত্রিত হয়েছে শ্রমিকশ্রেণির ঘামঝরা দিন, অধিকার বঞ্চনার বাস্তবতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এ যেন এক নান্দনিক ও মানবিক বার্তায় মোড়ানো প্রতিবেদন, যেখানে যুক্ত হয়েছে সৃজনশীল চিত্রকল্প ও তথ্যভিত্তিক উপস্থাপন।
দলনেতা মাহিন আল জামি বলেন, ‘আমরা চেয়েছি শুধু একটি পোস্টার নয়, একটি বার্তা তৈরি করতে, যা দেখে মানুষ শ্রমিকদের অবস্থা নিয়ে চিন্তা করবে।’ দলের অপর সদস্য সোহেল রহমান জয় বলেন,
‘শ্রম আইন নিয়ে কাজ করতে গিয়ে আমাদের জ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি সমাজের প্রান্তিক মানুষের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।’
স্পাই ওয়ারিয়র্স দলের এই সাফল্য শুধু একটি পুরস্কার নয়, এটি নবীনদের জন্য এক বিশাল প্রেরণা। পাঠকবন্ধুর সদস্য হিসেবে তাঁরা বরাবরই সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে এসেছেন। তাঁদের এই কাজ প্রমাণ করে, যেখানে জ্ঞান, মানবিকতা ও কল্পনার মিশ্রণ ঘটে; সেখান থেকে জন্ম নেয় সমাজে আলো ফেলতে সক্ষম বার্তা।
পোস্টারটি যেন হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের কষ্ট, অধিকারহীনতা ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি; যা শুধু দেখার নয়, ভাবনারও খোরাক।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
১৮ ঘণ্টা আগেডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১৮ ঘণ্টা আগেইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কাঠামোয় এনে নৈতিকতা, জ্ঞান ও গবেষণার পথে এগিয়ে নেওয়ার প্রয়াস।
১৮ ঘণ্টা আগেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) ‘আইইইই সিএস বিডিসি সামার সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে