বিজ্ঞপ্তি
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ মার্স রোভার টিম’ মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার মধ্যে টানা চতুর্থবারের মতো প্রথম স্থান এবং বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে গত ২৮-৩১ মে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইউআইইউ মার্স রোভার টিম ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এই প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম হয়েছিল।
তিন দিনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে। রোভারগুলোকে সফলভাবে চারটি মিশন অতিক্রম করতে হয়েছে—অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও ইকুইপমেন্ট সার্ভিসিং।
চূড়ান্ত পর্বে ৩৮ দলের মধ্যে ইউআইইউ মার্স রোভার টিম বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করলেও এশিয়ার দলগুলোর মধ্যে তারা শীর্ষ স্থান দখল করেছে। এটি তাদের ধারাবাহিক সাফল্যের এক নতুন দৃষ্টান্ত।
প্রতিযোগিতার বিজ্ঞান মিশনে ইউআইইউ মার্স রোভার টিম ১০০ স্কোরের মধ্যে ১০০ করে সেরা বিজ্ঞান দলের পুরস্কার জিতেছে। এশিয়ার কোনো দলের জন্য এটি প্রথম। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চিলি, মেক্সিকো, তুরস্কসহ প্রায় ১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে ইউআইইউ মার্স রোভার দল প্রতিদ্বন্দ্বিতা করে।
বিজয়ী ইউআইইউ দলের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন। ইউআইইউ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকস (সিএআইআর) থেকে ১০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রকল্পের টিম লিডার ছিলেন ইউআইইউর ইইই বিভাগের শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান। মেকানিক্যাল সাব-টিমে মো. সিয়াম বিন রশীদ, ইলেকট্রিক্যাল সাব-টিমে গাজী তাওসিফ তুরাবি, সফটওয়্যার সাব-টিমে আহমেদ জেবাইল সৌখিন, কমিউনিকেশন সাব-টিমে মো. ইফতে ফয়সাল এবং সায়েন্স সাব-টিমে সাইফ আল সাদ নেতৃত্ব দিয়েছেন।
চূড়ান্ত ফাইনালিস্ট ৩৮ দলের চ্যাম্পিয়নশিপে ৪১২.২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিজৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘মার্স রোভার ডিজাইন টিম’। দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির ‘টিম মাউন্টেনিয়ারস’ (৩৯৬.১৭ পয়েন্ট) এবং তৃতীয় হয়েছে নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ‘নর্থইস্টার্ন মার্স রোভার টিম’ (৩৬২.৪২ পয়েন্ট)।
৩২৫.৯৩ পয়েন্ট নিয়ে ইউআইইউ মার্স রোভার টিম বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ছাড়া ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২৫-এর ফাইনালে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী অন্য দলগুলোর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ দল অষ্টম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিম ‘এমআইএসটি মঙ্গল বারতা’ দল ১৪তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘প্রজেক্ট আলটেয়ার’ দল ১৮তম স্থান অর্জন করেছে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ‘ইউআইইউ মার্স রোভার টিম’ মার্স সোসাইটি আয়োজিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার মধ্যে টানা চতুর্থবারের মতো প্রথম স্থান এবং বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটের হ্যাঙ্কসভিলে বিখ্যাত মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে গত ২৮-৩১ মে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ইউআইইউ মার্স রোভার টিম ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এই প্রতিযোগিতায় এশিয়ায় প্রথম হয়েছিল।
তিন দিনের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলো তাদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে। রোভারগুলোকে সফলভাবে চারটি মিশন অতিক্রম করতে হয়েছে—অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও ইকুইপমেন্ট সার্ভিসিং।
চূড়ান্ত পর্বে ৩৮ দলের মধ্যে ইউআইইউ মার্স রোভার টিম বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করলেও এশিয়ার দলগুলোর মধ্যে তারা শীর্ষ স্থান দখল করেছে। এটি তাদের ধারাবাহিক সাফল্যের এক নতুন দৃষ্টান্ত।
প্রতিযোগিতার বিজ্ঞান মিশনে ইউআইইউ মার্স রোভার টিম ১০০ স্কোরের মধ্যে ১০০ করে সেরা বিজ্ঞান দলের পুরস্কার জিতেছে। এশিয়ার কোনো দলের জন্য এটি প্রথম। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, চিলি, মেক্সিকো, তুরস্কসহ প্রায় ১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে ইউআইইউ মার্স রোভার দল প্রতিদ্বন্দ্বিতা করে।
বিজয়ী ইউআইইউ দলের তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক মো. আবিদ হোসাইন। ইউআইইউ সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকস (সিএআইআর) থেকে ১০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেন। এ প্রকল্পের টিম লিডার ছিলেন ইউআইইউর ইইই বিভাগের শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান। মেকানিক্যাল সাব-টিমে মো. সিয়াম বিন রশীদ, ইলেকট্রিক্যাল সাব-টিমে গাজী তাওসিফ তুরাবি, সফটওয়্যার সাব-টিমে আহমেদ জেবাইল সৌখিন, কমিউনিকেশন সাব-টিমে মো. ইফতে ফয়সাল এবং সায়েন্স সাব-টিমে সাইফ আল সাদ নেতৃত্ব দিয়েছেন।
চূড়ান্ত ফাইনালিস্ট ৩৮ দলের চ্যাম্পিয়নশিপে ৪১২.২৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মিজৌরি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ‘মার্স রোভার ডিজাইন টিম’। দ্বিতীয় হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির ‘টিম মাউন্টেনিয়ারস’ (৩৯৬.১৭ পয়েন্ট) এবং তৃতীয় হয়েছে নর্থইস্টার্ন ইউনিভার্সিটির ‘নর্থইস্টার্ন মার্স রোভার টিম’ (৩৬২.৪২ পয়েন্ট)।
৩২৫.৯৩ পয়েন্ট নিয়ে ইউআইইউ মার্স রোভার টিম বিশ্বব্যাপী ষষ্ঠ স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ছাড়া ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ-২০২৫-এর ফাইনালে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী অন্য দলগুলোর মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাকইউ মঙ্গল-তরী’ দল অষ্টম, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির টিম ‘এমআইএসটি মঙ্গল বারতা’ দল ১৪তম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ‘প্রজেক্ট আলটেয়ার’ দল ১৮তম স্থান অর্জন করেছে।
আন্তর্জাতিক পরীক্ষা বোর্ড অক্সফোর্ডএকিউএ প্রথমবারের মতো বাংলাদেশে বিজ্ঞানবিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মসূচিতে দেশের শীর্ষ ইংরেজি মাধ্যম স্কুলগুলোর শতাধিক শিক্ষক অংশ নেন।
৯ ঘণ্টা আগেএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ অথবা সর্বনিম্ন ২ হাজার টাকা করেছে সরকার। এদিকে এই বাড়িয়ে দেওয়া ভাতা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
১৫ ঘণ্টা আগেএ বছর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ‘ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্ন জয়ে অটল প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্তে পা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। ১৮৫৮ সালে পুরান ঢাকায় ‘ব্রাহ্ম স্কুল’ হিসেবে যাত্রা শুরু করে। ১৮৭২ সালে নাম পরিবর্তনের পর হয় জগন্নাথ স্কুল।
১৬ ঘণ্টা আগেঘরের ভেতর সাজানো দৃষ্টিনন্দন নানা পুরস্কার। এর কোনোটিতে লেখা ইংরেজি, আবার কোনোটিতে হিন্দি। স্মারকের গায়ে ঝলমল করছে সোনালি অক্ষরে লেখা একটি নাম—নিশিতা নাজনীন নীলা। কৃষিতে সম্পৃক্ত থাকার অংশ হিসেবে নীলার হাতে উঠেছে এসব পুরস্কার।
১৬ ঘণ্টা আগে