Ajker Patrika

শহীদ সেলিম স্মরণে বিইউএফটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০২: ২২
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ডিবেট ক্লাবের আয়োজনে শহীদ সেলিম স্মরণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ডিবেট ক্লাবের আয়োজনে শহীদ সেলিম স্মরণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ডিবেট ক্লাবের আয়োজনে শহীদ সেলিম স্মরণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়।

দেশের বাছাইকৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৬৪টি দল অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠান ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হয়ে ৪ নভেম্বর ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আয়োজনে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের বাবা-মা এর নামে ৫০ লাখ টাকার শফিউদ্দিন-তসরিফা স্কলারশিপ ফান্ড প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চট্টগ্রাম বিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, বিইউএফটি ট্রাস্টি বোর্ডের সদস্য সালাহউদ্দিন আহমেদ, জায়ান্ট গ্রুপের চেয়ারম্যান ফিরোজ হাসান, মিসেস শারমিন হাসান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহীদ মো. সেলিম তালুকদারের বাবা মো. সুলতান তালুকদার। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খানের অনুপ্রেরণামূলক উদ্বোধনী ভাষণে শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা এবং নেতৃত্ব বিকাশের জন্য উৎসাহিত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরবর্তী প্রজন্মকে সামাজিক উন্নয়নের জন্য অর্থপূর্ণ সংলাপে নিযুক্ত হতে অনুপ্রাণিত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্তরের চ্যাম্পিয়নদের সম্মাননা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় স্তরের চ্যাম্পিয়ন, ৫০ হাজার টাকা পুরস্কার পায়, এবং কলেজ স্তরের চ্যাম্পিয়ন আদমজী ক্যান্টনমেন্ট কলেজকেও ৫০ হাজার টাকা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় স্তরের প্রথম ও দ্বিতীয় রানার আপ, যথাক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে ৩০ হাজার এবং ২০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। কলেজ স্তরে, নৌবাহিনী কলেজ এবং মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, প্রথম ও দ্বিতীয় রানার আপ হিসেবে ৩০ হাজার এবং ২০ হাজার টাকা করে পুরস্কার লাভ করে। পাশাপাশি বিইউএফটির পাঁচজন শিক্ষার্থীকে টেক্সটাইল ট্যালেন্ট হান্টে তাদের সাম্প্রতিক অর্জনের জন্য বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক বিশেষ স্মারক দেওয়া হয়।

ডিবেট ক্লাবের উপদেষ্টা নাফিস আহমেদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, সিএফও, পরিচালক, একাডেমিক এবং প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় ছিল টিম গ্রুপ, পশমি সোয়েটারস লিমিটেড, কাইজার নিটওয়্যারস লিমিটেড, এম অ্যান্ড জে গ্রুপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত