Ajker Patrika

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ছেলেরা ফেল করেছে বেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৬: ৪৪
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ফেল করেছে ছয় লাখের বেশি শিক্ষার্থী। অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেদের সংখ্যাই বেশি।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেয় ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। অর্থাৎ ফেল করেছে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী।

এ বছর মোট ৯ লাখ ৫১ হাজার ৬৯৭ জন ছেলে শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ৬ লাখ ২৬ হাজার ৯৮১ জন। মেয়ে পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৫২ হাজার ৩৮৯ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয় ৬ লাখ ৭৬ হাজার ৪৪৫ জন।

এসব তথ্য মেয়েদের তুলনায় ছেলেদের অকৃতকার্য হওয়ার চিত্রই সামনে আনছে।

গত ১০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত