Ajker Patrika

চবির 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩০ শতাংশ 

চবি প্রতিনিধি
চবির 'বি' ইউনিটে ভর্তি পরীক্ষায় অনুপস্থিত প্রায় ৩০ শতাংশ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬৯ শতাংশ শিক্ষার্থী। দুই দিনে তিন পর্বে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৪২ হাজার ৬৬৮ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ২৯ হাজার ৫২৫ জন। তবে আবেদন করেও পরীক্ষায় অংশ নেননি ১৩ হাজার ১৪২ জন শিক্ষার্থী। আজ সকালে এক পর্বে এবং গতকাল বুধবার সকাল-বিকেল দুই পর্বে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ। 

মহীবুল আজিজ বলেন, বি ইউনিটের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়েছে। এতে ৬৯.২০ শতাংশ শিক্ষার্থী অংশ নিয়েছে। আমরা ফলাফল তৈরির কাজ করছি। ফলাফল তৈরি হলেই ঘোষণা করা হবে। 

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। দুই দিনে কোনো ধরনের অসদুপায় ও জালিয়াতির খবর পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করান জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বডি নিরলসভাবে কাজ করেছে। 

এদিকে আগামীকাল শুক্রবার 'সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।' সি' ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৩ হাজার ৯১৮ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য এই ইউনিটে লড়বে ৩২ জন। এই ইউনিটের পরীক্ষা এক পর্বে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত