ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ ছাড়া ঢাবি কেন্দ্রে পরীক্ষার্থীদের নানা সেবা দিতে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে তৎপর ভূমিকায় দেখা গেছে।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের ৮টি বিভাগের ৮টি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। ১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ভর্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ দশমিক ৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। তারা যেন কোনোভাবেই মানসিক ট্রমার শিকার না হয়, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
সেবা দিতে তৎপর ছাত্রসংগঠনগুলো
পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্য জরুরি সহায়তা নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় তৎপর ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনের নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠন দলীয় ব্যানারে শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনগুলোও হেল্প ডেস্ক বসিয়ে নানাভাবে পরীক্ষার্থী শিক্ষার্থীদের সেবা প্রদানের চেষ্টা করছেন।
উল্লেখ্য, এই ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৮জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৯ হাজার ৫১০ জন, বিজ্ঞান শাখা থেকে ৬ হাজার ৫৮৩ জন এবং মানবিক শাখা থেকে ৪ হাজার ৯১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার। কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। এ ছাড়া ঢাবি কেন্দ্রে পরীক্ষার্থীদের নানা সেবা দিতে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোকে তৎপর ভূমিকায় দেখা গেছে।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকাসহ দেশের ৮টি বিভাগের ৮টি কেন্দ্রে শুরু হয় এই পরীক্ষা। ১ ঘণ্টা ৩০ মিনিটের এই পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই ভর্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৩৯ দশমিক ৫ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে। কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে না। তারা যেন কোনোভাবেই মানসিক ট্রমার শিকার না হয়, এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
সেবা দিতে তৎপর ছাত্রসংগঠনগুলো
পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যসেবা; ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণ (কলম ও ফাইল) বিতরণ; সুপেয় পানির ব্যবস্থা; অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা; জরুরি ক্ষেত্রে, পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা; প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সংশ্লিষ্ট অন্য জরুরি সহায়তা নিয়ে শিক্ষার্থীদের সহায়তায় তৎপর ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠন ও এলাকাভিত্তিক সংগঠনের নেতা-কর্মীরা।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্রসংগঠন দলীয় ব্যানারে শিক্ষার্থীদের সহায়তা করতে হেল্প ডেস্ক বসিয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনগুলোও হেল্প ডেস্ক বসিয়ে নানাভাবে পরীক্ষার্থী শিক্ষার্থীদের সেবা প্রদানের চেষ্টা করছেন।
উল্লেখ্য, এই ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৪১ হাজার ৮জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। ১ হাজার ৫০টি আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২৯ হাজার ৫১০ জন, বিজ্ঞান শাখা থেকে ৬ হাজার ৫৮৩ জন এবং মানবিক শাখা থেকে ৪ হাজার ৯১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আবেদন করেন।
জাপানে স্টাডি সাপোর্ট স্কলারশিপ-২০২৫-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগেবাড়ি ভাড়া নিয়ে পাঠদান পরিচালনা করা ১৬টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সাময়িক অনুমতির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে না পারায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এই ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১৩ ঘণ্টা আগেভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।
১৫ ঘণ্টা আগেলেখার জগতে যাঁরা প্রথম পা রাখেন, তাঁদের প্রথম প্রশ্নই থাকে, ভালো লেখে কীভাবে—তো এই প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে পাঠকবন্ধু। সংগঠনটি আয়োজন করেছে 'ভালো ফিচার লিখতে হলে' শীর্ষক অনলাইন কর্মশালার। ১ মে গুগল মিটে আয়োজিত এই
১৫ ঘণ্টা আগে