Ajker Patrika

বই পৌঁছায়নি এমন উপজেলার তথ্য জানতে চায় এনসিটিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৫০
বই পৌঁছায়নি এমন উপজেলার তথ্য জানতে চায় এনসিটিবি

নতুন শিক্ষাবর্ষের এক মাসের বেশি সময় পরও শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যবই পৌঁছায়নি। এ পরিস্থিতিতে কোন কোন উপজেলায় কোন কোন শ্রেণির পাঠ্যবই পৌঁছায়নি তা জানতে চেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। 

গতকাল সোমবার এনসিটিবির উপসচিব এস. এম. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে তথ্য পাঠাতে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘যেসব উপজেলায় এখনো সব পাঠ্যবই পৌঁছায়নি সেগুলোর তালিকা করতে বলা হয়েছে। এরপর আমরা তালিকা ধরে পাঠ্যবই পাঠানোর বিষয়টি মনিটরিং করব।’ 

অফিস আদেশে বলা হয়, ২০২৩ সালের যেসব শ্রেণি ও বিষয়ের পাঠ্যপুস্তক এখন পর্যন্ত পৌঁছায়নি, তার তালিকা এনসিটিবির চেয়ারম্যান বরাবর ই-মেইলে পাঠানোর জন্য বলা হলো। 

এর আগে ৪ ফেব্রুয়ারি পাঠের কোটি বই ছাড়াই মাস পার শীর্ষক সংবাদ প্রকাশ করে আজকের পত্রিকা। এতে বলা হয়, প্রায় এক কোটি পাঠ্যবই মাঠপর্যায়ে (শিক্ষাপ্রতিষ্ঠানে) পৌঁছায়নি। এসবের মধ্যে ১০-১২ শতাংশ বই প্রাথমিকের আর বাকিগুলো মাধ্যমিক পর্যায়ের। গত বুধবার পর্যন্ত ছাপা বাকি ছিল প্রায় ৫০ লাখ বই। বাকি ৫০ লাখ ছাপা হলেও প্রি-ডেলিভারি ইন্সপেকশন (পিডিআই) বা বিতরণপূর্ব পরিদর্শন হয়নি। 

দেশে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের ২০১০ সাল থেকে বিনা মূল্যে পাঠ্যবই দিয়ে আসছে সরকার। এনসিটিবি সূত্র মতে, এবার ৩৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ৯২৩ কপি পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। মানসম্পন্ন মণ্ডের সংকটসহ কিছু কারণে এবার সময়মতো সব শিক্ষার্থীর হাতে মানসম্মত সব বই তুলে দেওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত