Ajker Patrika

১ এপ্রিল মেডিকেল এবং ২২ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১ এপ্রিল মেডিকেল এবং ২২ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। আগামী ১ এপ্রিল মেডিকেল ও ২২ এপ্রিল বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ সিলেবাসের আলোকে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক অনানুষ্ঠানিক বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি মাসেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। আগামী ১০ মার্চ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির বলেন, ‘আগামী ১ এপ্রিল এমবিবিএস আর ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের আলোকেই অনুষ্ঠিত হবে। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন গ্রহণ শুরু হবে। ১০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। শিগগিরই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ 

গত ১৭ জানুয়ারি ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

এর আগে গত বছরের ২ এপ্রিল করোনা মহামারির মধ্যে সারা দেশে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত