Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটির ইকো ওয়ারিয়র্স ক্লাবের নতুন কমিটি গঠন

তানিয়া আক্তার
গ্রিন ইউনিভার্সিটির ইকো ওয়ারিয়র্স ক্লাবের নতুন কমিটি গঠন

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) ইকো ওয়ারিয়র্স ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে হৃদয় সাহা ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার নির্বাচিত হন। স্থানীয় ও বৈশ্বিক পরিবেশের প্রতি নাগরিক সাধারণ এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

১৮ ডিসেম্বর জিইউবির টেক্সটাইল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শরীফুল আলমকে মডারেটর করে এ কমিটি প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ে ক্লিনিং অপারেশন, লিফলেটের মাধ্যমে সচেতনতামূলক বার্তা পৌঁছানো, বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও প্লাস্টিকের ব্যবহার কমানো সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. সালমান খালেদ, কোষাধ্যক্ষ প্রান্ত সরকার, সাংগঠনিক সম্পাদক আকলিমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মানবেন্দ্রনাথ রায়, নারীবিষয়ক সম্পাদক অনন্যা দাস ও তথ্যবিষয়ক সম্পাদক মো. রাকিব হোসন, দপ্তর সম্পাদক আহাম্মেদ সাজিদ, গ্রাফিকস সম্পাদক কৌশিক আহমেদ ও ফটোগ্রাফি সম্পাদক সাইফুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সানজিত আহমেদ, নিপুণ অথৈ, নিফাত চৌধুরী, আব্দুল্লাহ তালুকদার, সাদিয়া সায়মা, সুরাইয়া তিথলি, নুসরাত ডালিয়া, সৌরভ হাসান, এখলাসুজ্জামান, ইশতিয়াক বিজয়, মুস্তাকিম হোসেন, ঈশিতা আফরিন ইভা, সোলাইমান হোসেন, শাহরিয়ার হোসেন ও পৃথু দেব প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত