Ajker Patrika

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে পর্দা নামল আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতার

শিক্ষা ডেস্ক
আপডেট : ২৭ মে ২০২৫, ১৫: ২৯
প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম হাসান।
প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম হাসান।

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে দ্বাদশ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা–২০২৫ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরামের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার (২৫ মে) রাজধানীর সিদ্ধেশ্বরীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিডিয়া পার্টনার হিসেবে ছিল জাতীয় দৈনিক আজকের পত্রিকা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ–উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন।

এছাড়া উপস্থিত ছিলেন স্টামফোর্ড ডিবেট ফোরামের আহ্বায়ক এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা

প্রতিযোগিতায় স্টামফোর্ড ইউনিভার্সিটির সকল বিভাগ থেকে বিভিন্ন দল অংশগ্রহণ করে। যেখানে বাংলা সেগমেন্টে চ্যাম্পিয়ন হয় সাংবাদিকতা বিভাগ এবং রানারআপ হয় আইন বিভাগ।

এছাড়া ইংরেজি সেগমেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিকতা বিভাগ এবং রানারআপ হয়েছে অণুজীববিজ্ঞান বিভাগ। এই প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম হাসান।

বিতর্ক শেষে সকলের হাতে পুরস্কার তুলে দেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন এবং ডিবেট ফোরামের আহ্বায়ক ড. ওমর ফারুক।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা যুক্তি, দর্শন, রাজনীতি, অর্থনীতি এবং মানবিক ইস্যুগুলোর ওপর চমৎকার উপস্থাপনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত