Ajker Patrika

ইংরেজিতে কথোপকথনে দক্ষ হওয়ার কৌশল

শ্রেয়া ঘোষ
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১৫: ৫৮
ইংরেজিতে কথোপকথনে দক্ষ হওয়ার কৌশল

পড়াশোনা, যোগাযোগ, কর্মস্থলসহ সব ক্ষেত্রে ভালো কর্মক্ষমতা প্রদর্শনের জন্য ইংরেজি ভাষা জানা খুবই জরুরি। তবে মাতৃভাষা না হওয়ায় আমাদের মধ্যে অনেকেরই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। সেই অসুবিধা কাটিয়ে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলায় দক্ষ হয়ে ওঠার জন্য পরামর্শ দিয়েছেন হবার্ট অ্যান্ড উইলিয়াম স্মিথ কলেজের ডিনস স্কলার শ্রেয়া ঘোষ। 

শব্দভান্ডার বাড়াতে হবে
ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়াতে নিয়মিত নতুন শব্দ ও বাক্যাংশ শেখার চেষ্টা করুন। এ ক্ষেত্রে একটি ব্যক্তিগত শব্দভান্ডারের তালিকা তৈরি ও ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন। শব্দভান্ডার বাড়াতে শব্দভান্ডার তৈরির অ্যাপগুলোর সঙ্গেও যুক্ত হতে পারেন। বাক্য এবং কথোপকথনে নতুন শব্দ ব্যবহার করে আপনার শেখার প্রক্রিয়া আরও জোরদার করা সম্ভব। 

শ্রবণ দক্ষতার ওপর ফোকাস করুন
ইংরেজিতে কার্যকরভাবে যোগাযোগ করার ক্ষমতা উন্নত করতে বিভিন্ন উচ্চারণ এবং উচ্চারণে মনোযোগ দেওয়া জরুরি। তাই সক্রিয়ভাবে বিভিন্ন ইংরেজি শব্দের উচ্চারণ, কথা বলার ধরন এবং স্বরভঙ্গি শুনে দক্ষতা বিকাশ করুন। এ ক্ষেত্রে সাবটাইটেল বা বিকল্প ভাষা ছাড়া ইংরেজি সিনেমা দেখুন। পাশাপাশি ইংরেজি রেডিও প্রোগ্রাম বা পডকাস্টও শুনতে পারেন। মোদ্দাকথা, শোনা ও বোঝার অনুশীলনে নিযুক্ত হতে হবে। এই অনুশীলন ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সহায়ক।

ভাষা অংশীদারদের সঙ্গে নিয়মিত অনুশীলন করুন
ভাষা বিনিময় অংশীদার বা কথোপকথনের জন্য স্থানীয় ইংরেজি ভাষায় সাবলীল কোনো বন্ধু খুঁজুন। এরপর কথোপকথন দক্ষতা বাড়ানোর জন্য বাস্তব জীবনে বা ভার্চুয়াল জগতে সেই বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলার অনুশীলন করুন। এর মধ্য দিয়ে মূল্যবান প্রতিক্রিয়া ও সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি জানার এবং বিভিন্ন প্রসঙ্গে কথা বলে দক্ষ হওয়ার সুযোগ পাবেন। 

বাকপটুতা এবং স্বাভাবিক কথোপকথন প্রক্রিয়া নিয়ে কাজ করুন
আরামদায়ক গতিতে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। কথা বলার সময় উপযুক্ত বিরতি এবং স্বর ব্যবহার করে সাবলীলভাবে ইংরেজি বলার চেষ্টা করুন সব সময়। আপনার চিন্তা-ভাবনাগুলো যথাযথভাবে ইংরেজি ভাষায় রূপান্তরের জন্য কাজ করতে হবে। বক্তৃতায় স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে ট্রানজিশনাল বাক্যাংশ ব্যবহার করতে পারেন। পাশাপাশি উচ্চ স্বরে কথা বলার অভ্যাস করতে হবে। কথা বলার সময় রেকর্ডও করতে পারেন, যেন নিজের সাবলীলতা এবং উন্নতির জন্য প্রয়োজনীয় বিষয়গুলো শনাক্ত করা যায়। 

রোল-প্লেয়িং এবং সিমুলেশন অনুশীলনগুলো ব্যবহার করুন
ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা উন্নত করতে রোল-প্লেয়িং কাজ, সিমুলেশন বা ভাষার গেমগুলোতে যুক্ত হতে পারেন। সাক্ষাৎকার, প্রতিদিনের কথোপকথন, জনসাধারণের মধ্যে বক্তৃতা প্রদানের মতো রোল-প্লেয়িং পরিস্থিতিগুলো আপনাকে ব্যবহারিক পরিস্থিতিতে ইংরেজি ব্যবহার করার অনুশীলনে সাহায্য করতে পারে। বিভিন্ন রোল এবং প্রেক্ষাপটে ভূমিকা রাখার মাধ্যমে নিজের ইংরেজি যোগাযোগ দক্ষতা বাড়াতে পারেন। পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি বলার ক্ষমতাকেও পরিমার্জিত করতে পারেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকরা

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত