Ajker Patrika

রাবিতে আটকা পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার দাবি

প্রতিনিধি
রাবিতে আটকা পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার দাবি

রাবি: স্থগিত পরীক্ষা দিতে এসে আটকা পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় বাড়ি ফেরা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তায়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন।

আজ বুধবার সংগঠনটির রাবি শাখার সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন ও সাংগঠনিক সম্পাদক আহসানুল হক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৯ সালের আটকে থাকা পরীক্ষা গত ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষা আগামী ০৪ জুলাই থেকে বিভাগগুলো নিতে পারবে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে। কিন্তু পরবর্তীতে রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ১১ জুন থেকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসক। ফলে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে আটকা পড়ে।

বিবৃতিতে ছাত্র নেতারা বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থগিত পরীক্ষা পুনরায় নেওয়ার তারিখ ঘোষণা করলে পরীক্ষা দেওয়ার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা রাজশাহীতে আসে। কিন্তু হঠাৎ করে সরকারের হঠকারী সিদ্ধান্ত লকডাউন-শাটডাউনের কারণে রাবির ব্যর্থ প্রশাসন পরীক্ষা আবারও স্থগিত করে। ফলে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। অনেক শিক্ষার্থী রাজশাহীতে এসে গণপরিবহন বন্ধ থাকায় বাড়ি ফিরতে পারছে না। এই ভোগান্তির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক তারেক নূর আজকের পত্রিকাকে বলেন, `আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। রাজশাহীতে গত ১১ জুন থেকে স্থানীয়ভাবে লকডাউন চলছে। স্থানীয় লকডাউন উঠে গেলে আমরা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বাড়ি পৌঁছে দিব।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারে বিব্রত ফারুকী, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত