Ajker Patrika

শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২৩, ১০: ৪৩
শিক্ষায় জিডিপির ৫ শতাংশ বরাদ্দের দাবি

মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে আসন্ন বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনর মহাসচিব মো. শান্ত ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ।

হারুন অর রশিদ বলেন, গত ২০২২-২৩ অর্থ বছরে কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ৭২৭ কোটি টাকা। আসন্ন বাজেটে কারিগরি ও মাদ্রাসা খাতে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে বাজেটে শিক্ষা খাতে মোট জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে হবে। 

সংবাদ সম্মেলনে আসন্ন পবিত্র ঈদুল আজহার আগে শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধি বা মহার্ঘ ভাতা প্রদান, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় প্রভাষকদের ১৬ বছর পূর্ণ হলে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন ও মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয়।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সুলতান মাহমুদ, ফখরুল ইসলাম, কে. এম. শামিম, মেহেদি হাসান সরকার, ফিরোজ আলম, মো: এলিন তালুকদারসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত