Ajker Patrika

৯৫ শতাংশ শিক্ষার্থীর জন্য চাকরির সুযোগ

জুবায়ের আহম্মেদ
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১: ৪৩
৯৫ শতাংশ শিক্ষার্থীর জন্য চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রের ওহিও নর্দান বিশ্ববিদ্যালয় ১৮৭১ সালে প্রতিষ্ঠিত হয়। হেনরি সলোমন লেহর প্রথমে ১৮৭১ সালে নর্থ-ওয়েস্টার্ন ওহিও নর্মাল স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে এটি ওহিও নরমাল বিশ্ববিদ্যালয় এবং শেষ পর্যন্ত ১৯০৩ সালে ওহিও নর্দান ইউনিভার্সিটির নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীদের জন্য ১৯টি হল রয়েছে। শিক্ষার্থীদের জন্য ক্লাব ও সংগঠনের সংখ্যা দুই শতাধিক। চলুন বিস্তারিত জেনে নিই।

একাডেমিক প্রোগ্রাম
ওহিও নর্দান বিশ্ববিদ্যালয়ে পাঁচটি কলেজ রয়েছে। কলেজ আব আর্টস অ্যান্ড সায়েন্স, কলেজ অব বিজনেস, কলেজ অব ইঞ্জিনিয়ারিং, কলেজ অব ল এবং কলেজ অব ফার্মেসি। কলেজ অব বিজনেসের অধীনে অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, পাবলিক রিলেশন, ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার বিজনেস, স্পোর্টস ম্যানেজমেন্টে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও ক্রিয়েটিভ রাইটিং, নৃত্য, ডেটা অ্যানালাইটিকস, ক্রিমিনাল জাস্টিস, কম্পিউটার প্রকৌশল, কমিউনিকেশন স্টাডিজ, কম্পিউটার বিজ্ঞান, নির্মাণ অধ্যয়ন, রসায়ন, পুরকৌশল, জীববিজ্ঞান, প্রাণরসায়ন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, অ্যাডভান্সড এনার্জি, ফার্মেসি, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, সাহিত্য, লিডারশিপ স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ আরও অনেক বিষয়ে অধ্যয়ন করা যাবে। 

সুযোগ-সুবিধা
ওহিও নর্দান বিশ্ববিদ্যালয়ের ৯৫ শতাংশ শিক্ষার্থীর জব প্লেসমেন্টের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর ৫৩ দশমিক ৫ মিলিয়ন ডলার স্কলারশিপ দিয়ে থাকে। ৯৯ দশমিক ৬ শতাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সিয়াল সাপোর্ট পান। 

খেলাধুলার ব্যবস্থা
ওহিও নর্দান বিশ্ববিদ্যালয়ে নারী ও পুরুষ উভয়ের জন্যই অ্যাথলেটিকসের সুযোগ রয়েছে। পুরুষদের জন্য বেসবল, বাস্কেটবল, ফুটবল, গলফ, ল্যাক্রোস, সাঁতার, টেনিস, কুস্তি ইত্যাদি। মেয়েদের জন্য বাস্কেটবল, গলফ, ল্যাক্রোস, সাঁতার, টেনিস, ভলিবলসহ অন্যান্য খেলাধুলার ব্যবস্থা রয়েছে। 

আবেদন প্রক্রিয়া 
ওহিও নর্দান বিশ্ববিদ্যালয় রোলিং-অ্যাডমিশন ভিত্তিতে কাজ করে। এর মানে হলো–ভর্তির জন্য আপনার আবেদন সারা বছর গৃহীত হবে। আপনি সবচেয়ে বেশি পরিমাণ অ্যামাউন্ট বৃত্তির জন্য যোগ্যতা অর্জন করতে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদন জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয় আবেদনকারী হতে আবেদনের সব ডকুমেন্ট পেয়ে গেলে দুই থেকে চার সপ্তাহের মধ্যে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেবে। অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেস করার জন্য নতুন আবেদনকারীদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, আপনি এটি সক্রিয় করার জন্য একটি অস্থায়ী পিনসহ একটি ই-মেইল পাবেন। তবে শুধু কলেজ অব ফার্মাসিতে আবেদনকারীদের জন্য রেফারেন্স চিঠি (সর্বোচ্চ দুটি) এবং একটি অ্যাসে লাগবে। আবেদন করতে এই লিংকে ভিজিট করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত