Ajker Patrika

অক্সফোর্ডের ক্লারেন্ডন স্কলারশিপ

মুসাররাত আবির
অক্সফোর্ডের ক্লারেন্ডন স্কলারশিপ

বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের একটি ‘ইউনিভার্সিটি অব অক্সফোর্ড’। বিশ্বের অসংখ্য শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন। প্রতিবছর লাখ লাখ আবেদনকারীর মধ্যে থেকে মাত্র কয়েক হাজার শিক্ষার্থী এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে পা রাখার সুযোগ পান।

অক্সফোর্ডে পড়ার সুযোগ পাওয়া কঠিন, তবে অসম্ভব কিছু নয়। অনেকে সুযোগ পেলেও খরচের কারণে পড়তে যেতে দ্বিধাবোধ করেন। তাদের জন্য রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্লারেন্ডন স্কলারশিপ ফান্ড। আগ্রহী প্রার্থীরা এই স্কলারশিপ নিয়ে পড়তে যেতে পারেন।

যা যা থাকছে
এই বৃত্তির মধ্যে সম্পূর্ণ টিউশন ফি, কোর্স ফি, কলেজ ফি, থাকার খরচসহ বাৎসরিক ১৫ হাজার থেকে ১৮ হাজার ডলার প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা
ক্লারেন্ডন স্কলারশিপ ফান্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের  স্নাতক বা পিএইচডি ডিগ্রির প্রায় ১৩০ জনের মতো শিক্ষার্থীদের দেওয়া হয়। তবে তার আগে অবশ্যই তাঁদের অক্সফোর্ড ইউনিভার্সিটির ফুলটাইম বা পার্টটাইম কোনো একটা কোর্সে ভর্তি হতে হবে।
আবেদনের জন্য জিপিএ-৪-এর মধ্যে ন্যূনতম ৩.৭ থাকতে হবে। গবেষণা করার সদিচ্ছা থাকতে হবে এবং প্রচুর পরিশ্রমী হতে হবে।

আবেদনের সময়
ব্যাচেলর অব সিভিল ল, ব্যাচেলর অব ফিলোসফি, মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার্স অব ফাইন আর্ট, মাস্টার্স অব পাবলিক পলিসিসহ অনেক কোর্সে ভর্তি হতে পারবেন। এই বছরের ১ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।

সূত্র: অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত