Ajker Patrika

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম হলেন কুবি শিক্ষার্থী 

কুবি প্রতিনিধি
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম হলেন কুবি শিক্ষার্থী 

১৬ তম কলেজশিক্ষক নিবন্ধন পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় প্রথম হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২০১২-১৩ সেশনের সাবেক শিক্ষার্থী সানাউল্লাহ মির্জা। গত সোমবার রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়। 

গত বছর ২০২০ সালের ১৫ নভেম্বর সারা দেশে লিখিত পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ১৬ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। যার ইতি টানা হয় একই বছরের ৩০ ডিসেম্বর মৌখিক পরীক্ষার মাধ্যমে। এরপরই শুরু হয় ফলাফল কার্যক্রম। দীর্ঘ সময়ের প্রতীক্ষার পর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় চলতি বছরের ২১ অক্টোবর। 

নিজের অর্জন নিয়ে অভিব্যক্তি প্রকাশ করে সানাউল্লাহ মির্জা বলেন, `আমার এ অর্জন আমার একান্ত প্রচেষ্টায় হয়নি। এই অর্জনে বড় ভূমিকা ছিল আমার মা-বাবার। তাঁদের উৎসাহ, ভালোবাসা ও দোয়া ছাড়া এটা কখনো সম্ভব ছিল না।' 

সানাউল্লাহ বলেন, `সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞতা আমার আজকের এই সাফল্যের জন্য। জীবনে একটি দুঃসময় ছিল যখন প্রথমবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। তবে আমি থেমে যাইনি, পরিশ্রম চালিয়ে গিয়েছি এখন ফলাফল সকলের সামনে। আমার সকল শুভাকাঙ্ক্ষীরা আমার অর্জনে যেভাবে আমাকে ভালোবেসেছেন তাদের এই ভালোবাসাই আমাকে সামনের দিনগুলোতে আরও এগিয়ে যেতে সাহায্য করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত