Ajker Patrika

গবেষণায় এগিয়ে এনআইটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২২, ১১: ০০
গবেষণায় এগিয়ে এনআইটি

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর, ভারতের একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। ১৮৭ একর জমির ওপর গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অবস্থিত। জাতীয় শিক্ষা ও র‍্যাংকিংয়ে এনআইটির অবস্থান ষষ্ঠ এবং ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এর অবস্থান ২৯তম। এই পাবলিক টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে ২১৭ জন ফ্যাকাল্টি মেম্বার নিয়ে। গবেষণার দিক থেকেও বেশি এগিয়ে বিশ্ববিদ্যালয়টি। এদের প্রকাশনা পেপারস রয়েছে প্রায় ৬ হাজার।

চারটি অনুষদ
বিশ্ববিদ্যালয়টি তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে চারটি অনুষদের অধীনে, যেমন: ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ম্যানেজমেন্ট স্টাডিজ ও হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স। চারটি অনুষদের অধীনে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বেশ কিছুসংখ্যক বিষয়। 

ইঞ্জিনিয়ারিং অনুষদের মধ্যে পড়ানো হচ্ছে–

  • বায়োটেকনোলজি
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রনিকস অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।
  • মেট্রলজিক্যাল মেটারিয়ালস ইঞ্জিনিয়ারিং।

সায়েন্স অনুষদের অধীনে পড়ানো হচ্ছে–

  • ফিজিকস
  • কেমিস্ট্রি
  • ম্যাথমেটিকস
  • আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ।
  • ম্যানেজমেন্ট অনুষদের অধীনে পড়ানো হচ্ছে–
  • মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ
  • সোশ্যাল সায়েন্স অনুষদের অধীনে পড়ানো হচ্ছে–
  • মাস্টার অব সোশ্যাল ওয়ার্ক। 

স্কলারশিপ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা। পিএইচডি ডিগ্রি অর্জন করার সময় শিক্ষার্থীরা পিএমআরএফ স্কিমের অধীনে পাবেন বিশেষ সুবিধা। এ ছাড়া ইন্টার্নশিপের সময় সিইআরএন, এমআইটি, এনইউএসের মতো বিশেষ প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাবেন। তাদের রিসার্চ পেপার প্রকাশ করার জন্য থাকে বিশেষ ব্যবস্থা। 

সহশিক্ষা কার্যক্রম
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং মনস্তাত্ত্বিক বিকাশের জন্য বিশেষ সুযোগ-সুবিধা রাখছে এনআইটি। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য টেকনিক্যাল ক্লাব হিসেবে রয়েছে সেন্টার ফর ক্রিটিভ অ্যাকটিভিটিস। সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য রয়েছে দর্পণ নামক সংগঠন। এ ছাড়া রয়েছে ডিবেটিং সোসাইটি, ড্রামাটিক ক্লাব, উদ্যোক্তা ক্লাব ও অন্যান্য। 

প্রফেসর সদানন্দ সাদাসিভ গুখলেপ্রফেসর সদানন্দ সাদাসিভ গুখলে, চেয়ারম্যান, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর, ভারত।

তরুণরাই সমাজ এবং জাতির মেরুদণ্ড। এনআইটি শিক্ষার্থীদের জন্য এমন সব সুযোগ-সুবিধা প্রস্তুত করছে, যা দেশের উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত এবং আমরা বিশ্বাস করি আমাদের একাডেমিক কারিকুলাম একজন শিক্ষার্থীকে লিডারশিপের দিকে ধাবিত করবে, যেখানে একজন শিক্ষার্থী শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং পুরো পৃথিবীটাকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত