Ajker Patrika

ভ্যানিয়ার স্কলারশিপ

মুসাররাত আবির
আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১২: ২৫
ভ্যানিয়ার স্কলারশিপ

কানাডা সরকার প্রদত্ত সম্মানজনক বৃত্তি হলো ভ্যানিয়ার স্কলারশিপ প্রোগ্রাম। বিশ্বের নানান প্রান্ত থেকে আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে বিশ্বমানের ডক্টরাল শিক্ষার্থী তৈরির উদ্দেশ্যে ১৬৬ জনকে এই বৃত্তি দেওয়া হয়।

মেজর জেনারেল জর্জ পি. ভ্যানিয়ারের নামানুসারে এই স্কলারশিপের নামকরণ করা হয়। তিনি ছিলেন কানাডার প্রথম ফরাসিভাষী গভর্নর জেনারেল।

যা যা থাকছে
তিন বছর মেয়াদি এই স্কলারশিপে বছরপ্রতি ৫০ হাজার ডলার দেওয়া হয়, অর্থাৎ তিন বছরে আপনি পাবেন মোট ১ লাখ ৫০ হাজার ডলার। আর এই বৃত্তির টাকায় আপনার বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, আবাসন ফি, যানবাহন ভাতা, লিভিং অ্যালাউন্সসহ সব খরচ মেটানো যাবে। 

যোগ্যতা
১. কানাডার নাগরিক
২. কানাডার স্থায়ী বাসিন্দা
৩. বিদেশি নাগরিক।

গবেষণার ক্ষেত্র 
১. স্বাস্থ্য
২. প্রাকৃতিক বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং
৩. সামাজিক বিজ্ঞান ও মানবিক।

স্কলারশিপের সময়কাল
স্কলারশিপ তিন বছরের জন্য দেওয়া হবে। সময়কাল বর্ধিত হবে না। 
স্কলারশিপ তিনটি গ্রান্টিং এজেন্সি থেকে সমানভাবে বণ্টন করা হয়। এজেন্সিগুলো হলো–
১. কানাডিয়ান ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড রিসার্চ (সিআইএসআর)।
২. সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ কাউন্সিল (এসএসএইচআরসি)।
৩. ন্যাচারাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ কাউন্সিল (এনএসইআরসি)।
কোথায় আবেদন করা যাবে
আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করতে চান, সেখানে সিজিএস কোটা অবশ্যই থাকতে 
হবে।

বাছাইকরণে বিবেচিত বিষয় 
১. অসাধারণ প্রাতিষ্ঠানিক অর্জন
২. গবেষণার সম্ভাবনা
৩. নেতৃত্ব (সম্ভাবনা ও প্রদর্শিত দক্ষতা)।

আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর, ২০২১।

রিভিউ ও মূল্যায়নের সময়: নভেম্বর ২০২১–মার্চ, ২০২২।

ফলাফলের সম্ভাব্য তারিখ এপ্রিলের প্রথম দিকে ই-মেইলের মাধ্যমে প্রার্থীদের ফলাফল জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত জানতে: https://vanier.gc.ca/en/home-accueil.html এখানে ঢুঁ মারুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত