Ajker Patrika

কানাডিয়ান ইউনিভার্সিটিতে যোগদান করলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক আক্তার হোসেন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১১: ৫০
কানাডিয়ান ইউনিভার্সিটিতে যোগদান করলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক আক্তার হোসেন

বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষাবিদ, কলামিস্ট এবং বাংলাদেশের অন্যতম প্রযুক্তি পরামর্শক প্রফেসর সৈয়দ আক্তার হোসেন ১ জানুয়ারি ২০২২ তারিখে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে যোগদান করেছেন। তিনি স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে যোগদানের আগে অধ্যাপক আক্তার হোসেন ১ জানুয়ারি ২০২১ সাল থেকে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিসেম্বর ২০১০ থেকে ২০২০ পর্যন্ত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একই পদে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। 

আক্তার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে ফলিত পদার্থবিদ্যায় স্নাতক এবং ১৯৯১ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি অনুষদে প্রথম স্থান অর্জন করায় স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিষয়ে অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় ফ্রান্সের লুমিয়ের বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। 

অধ্যাপক আক্তার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ের অধীনে আইসিটি বিভাগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। আইসিটি শিক্ষায় অসামান্য অবদান এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য উদ্ভাবনী প্রকল্পের জন্য তিনি বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। দৃষ্টি প্রতিবন্ধী সমাজ দ্বারা ব্যবহৃত বাংলা ব্রেইলের জন্য মেশিন অনুবাদকের অবদানের জন্য; বিশেষ করে শিক্ষামূলক কাজের জন্য তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের থেকে ২০১৯ এবং ২০২০ সালে সেরা গবেষকের পুরস্কার অর্জন করেন। তার বর্তমান গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। 

ইরাসমাস মুন্ডাস পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে তিনি ফ্রান্সের লুমিয়ের লিয়ন ২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইনফরমেটিক্স এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০১০ থেকে ২০২০ এর সময়কালে তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে অনেক মেধা ও শ্রম দিয়ে ছোট পরিসর থেকে আজকের মহিরুহে রূপান্তরিত করতে সক্ষম হয়েছেন। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে তিনি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে সিএসই শিক্ষার্থীদের মূল দক্ষতার বিকাশ ঘটিয়ে গবেষণার লক্ষ্যবস্তু তৈরি করেন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) এবং নিরলসভাবে গবেষণার ক্ষেত্রে সিএসই শিক্ষার্থীদের গবেষণায় নিয়োজিত করার জন্য বিভাগের একটি উল্লেখযোগ্য র‍্যাঙ্কিং অর্জনে কাজ করেন। 

সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আইসিটি বিভাগ (বিএইচটিপিএ), বেসিস (বিএসিসিও), আইএসপিএবি’র সহযোগিতায় জাপানের আইটিইইসহ সমস্ত প্রাসঙ্গিক শিল্পের সঙ্গে সংযোগ স্থাপন করেন। তিনি এশীয় এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ব্যাপক সহযোগিতা চুক্তি স্থাপন করে সিএসই শিক্ষায় আলোড়ন সৃষ্টি করেন। অর্জন করেন সিএসই প্রোগ্রামের জন্য দুইবার এবং একুশ শতকের পেশাদারদের মধ্যে ছাত্র ও শিক্ষকদের রূপান্তর করার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে কাজ করে। 

এই সময়সীমার মধ্যে তিনি সিএসই বিভাগে প্রাক্তন ছাত্রছাত্রী একীকরণের মূল ধারণা, কম্পিউটার এবং প্রোগ্রামিং ক্লাব (সিপিসি এবং গার্লস কম্পিউটিং প্রোগ্রামিং ক্লাব (জিসিপিসি)-এর শিক্ষার্থীদের সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমের শক্তিশালী ভিত্তি স্থাপন করেন যা এ বিভাগের অভূতপূর্ব সাফল্য বৃদ্ধিতে সহায়তা করে। আজ তিনি অনেক জাতীয় এবং আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিল্প শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণে তার ৩০ বছরেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। 

আক্তার হোসেন বিভিন্ন গবেষণা প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে গবেষণা সহযোগিতায় জড়িত এবং ২৫০ টিরও বেশি প্রকাশনা বা প্রেজেন্টেশন রয়েছে। তাঁর গবেষণা কর্মসমূহ এসিএম, ডিবিএলপি, আইইইই এক্সপ্লোর এবং অন্যান্য গবেষণা ডেটাবেসে তালিকাভুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত