Ajker Patrika

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) ১৫ জানুয়ারি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক এবং ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। তিনি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. আবুল হাসনাত আলমগীর।

অধ্যাপক আইনুন নিশাত তাঁর আলোচনায় একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এবং মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে নদী, বন ও জলাভূমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, টেকসই উন্নয়ন মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের সহায়তা এবং পরিবেশ রক্ষা করার মধ্যে ভারসাম্য বজায় রাখা।

ড. নিশাত সতর্ক করে বলেন, যদি বর্তমান গতিতে জলবায়ু পরিবর্তন চলতে থাকে, তাহলে বাংলাদেশ মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত ও চরম আবহাওয়া, খাদ্যসংকট এবং মানুষের স্থানচ্যুতি। তিনি একটি নিরাপদ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত