নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মেধাবৃত্তি নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়ার সুযোগ পাবেন ২০০ বাংলাদেশি শিক্ষার্থী।
আজ রোববার সকালে নগরের মেহেদীবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য ড. রুবানা হক।
রুবানা হক বলেন, ‘আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশকে আর্থিক সহায়তা দিয়ে আসছি। এর পাশাপাশি এ বছর থেকে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি মেধাবৃত্তিও চালু করছি। ২০০ শিক্ষার্থী এই বৃত্তি নিয়ে পড়তে পারবেন। এই শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বৃত্তি পাবেন। বৃত্তি পেলে শিক্ষার্থীরা মাত্র ৪০ শতাংশ ফিতে পড়তে পারবেন।’
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর ওপর এবং এ লেভেল এবং আইবি শিক্ষার্থীদের জন্য গ্রেড এবং পয়েন্ট ভিত্তিতে বৃত্তিটি দেওয়া হবে।
রুবানা হক বলেন, ‘এইউডব্লিউর ৯৮ শতাংশ শিক্ষার্থী বিশ্বজুড়ে ব্যক্তিগত দাতাদের অর্থায়নে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পড়ছে। বেশির ভাগ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষে তাঁদের নিজ দেশে বেসরকারি পর্যায়ে চাকরি খুঁজে পান। আবার অনেকে স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, কলাম্বিয়া, ব্র্যান্ডেস, সারে এবং বিশ্বের অন্যান্য নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।’
২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এইউডব্লিউ। বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম নগরের মেহেদীবাগে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাও পিডিআর, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, শ্রীলঙ্কা, সিরিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনাম, ইয়েমেনসহ ১৯টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।
রুবানা হক বলেন, ‘এইউডব্লিউ এ অঞ্চলজুড়ে নারী নেতা, উদ্যোক্তা এবং পরিবর্তনের নির্মাতাদের গড়ে তোলার জন্য কাজ করছে। এই বিশ্ববিদ্যালয় এমন নারীদের খুঁজে বের করে যাদের উল্লেখযোগ্য একাডেমিক সম্ভাবনা ও সাহস আছে, অন্যায়ের প্রতি ক্ষোভের অনুভূতি প্রদর্শন করে এবং অন্য লোকেদের দুঃখের প্রতি সহানুভূতিশীল।’
স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হবে আগামী মাসে। বর্তমানে ভাড়ায় পরিচালিত হচ্ছে এইউডব্লিউর ক্যাম্পাসটি। তবে শহরের বায়েজীদ এলাকার ছলিমপুরে ১৪০ একর জায়গার ওপর স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যেই খ্যাতিমান স্থপতি মোশে সাফদি এই স্থায়ী ক্যাম্পাসের নকশা করেছেন।
আগামী এপ্রিলে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরুর কথা জানিয়ে এইউডব্লিউর উপাচার্য রুবানা হক বলেন, ‘মূল ক্যাম্পাসের নির্মাণকাজ এপ্রিল থেকে শুরু হবে। ২০২৪ সালের মধ্যে নির্মাণের প্রথম ধাপ শেষ করার আশা করছি।’
মেধাবৃত্তি নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) পড়ার সুযোগ পাবেন ২০০ বাংলাদেশি শিক্ষার্থী।
আজ রোববার সকালে নগরের মেহেদীবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্য ড. রুবানা হক।
রুবানা হক বলেন, ‘আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের একটি বড় অংশকে আর্থিক সহায়তা দিয়ে আসছি। এর পাশাপাশি এ বছর থেকে আমরা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি মেধাবৃত্তিও চালু করছি। ২০০ শিক্ষার্থী এই বৃত্তি নিয়ে পড়তে পারবেন। এই শিক্ষার্থীরা সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বৃত্তি পাবেন। বৃত্তি পেলে শিক্ষার্থীরা মাত্র ৪০ শতাংশ ফিতে পড়তে পারবেন।’
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএর ওপর এবং এ লেভেল এবং আইবি শিক্ষার্থীদের জন্য গ্রেড এবং পয়েন্ট ভিত্তিতে বৃত্তিটি দেওয়া হবে।
রুবানা হক বলেন, ‘এইউডব্লিউর ৯৮ শতাংশ শিক্ষার্থী বিশ্বজুড়ে ব্যক্তিগত দাতাদের অর্থায়নে সম্পূর্ণ বৃত্তি নিয়ে পড়ছে। বেশির ভাগ শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে স্নাতক শেষে তাঁদের নিজ দেশে বেসরকারি পর্যায়ে চাকরি খুঁজে পান। আবার অনেকে স্ট্যানফোর্ড, অক্সফোর্ড, কলাম্বিয়া, ব্র্যান্ডেস, সারে এবং বিশ্বের অন্যান্য নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।’
২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় এইউডব্লিউ। বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস চট্টগ্রাম নগরের মেহেদীবাগে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাও পিডিআর, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, শ্রীলঙ্কা, সিরিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনাম, ইয়েমেনসহ ১৯টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।
রুবানা হক বলেন, ‘এইউডব্লিউ এ অঞ্চলজুড়ে নারী নেতা, উদ্যোক্তা এবং পরিবর্তনের নির্মাতাদের গড়ে তোলার জন্য কাজ করছে। এই বিশ্ববিদ্যালয় এমন নারীদের খুঁজে বের করে যাদের উল্লেখযোগ্য একাডেমিক সম্ভাবনা ও সাহস আছে, অন্যায়ের প্রতি ক্ষোভের অনুভূতি প্রদর্শন করে এবং অন্য লোকেদের দুঃখের প্রতি সহানুভূতিশীল।’
স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হবে আগামী মাসে। বর্তমানে ভাড়ায় পরিচালিত হচ্ছে এইউডব্লিউর ক্যাম্পাসটি। তবে শহরের বায়েজীদ এলাকার ছলিমপুরে ১৪০ একর জায়গার ওপর স্থায়ী ক্যাম্পাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যেই খ্যাতিমান স্থপতি মোশে সাফদি এই স্থায়ী ক্যাম্পাসের নকশা করেছেন।
আগামী এপ্রিলে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরুর কথা জানিয়ে এইউডব্লিউর উপাচার্য রুবানা হক বলেন, ‘মূল ক্যাম্পাসের নির্মাণকাজ এপ্রিল থেকে শুরু হবে। ২০২৪ সালের মধ্যে নির্মাণের প্রথম ধাপ শেষ করার আশা করছি।’
দেশের বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৫’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত ৫ আগস্ট ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়
১৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ তাদের বাংলাদেশ স্টাডিজ কোর্সের শিক্ষার্থীদের জন্য গত ৪ আগস্ট একটি শিক্ষা সফরের আয়োজন করে। এই শিক্ষা সফরে তারা বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলা একাডেমিসহ অন্যান্য বেশ কিছু
১৪ ঘণ্টা আগেডিজিটাল যুগে ঘরে বসে লেখালেখির মাধ্যমে আয় করা এখন আর স্বপ্ন নয়—বাস্তব। বরং এটি হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার পথ। আপনি যদি বাংলা বা ইংরেজি ভাষায় সৃজনশীল কিংবা তথ্যভিত্তিক লেখালেখিতে দক্ষ হন, তাহলে আপনার জন্য রয়েছে একাধিক অনলাইন প্ল্যাটফর্ম।
১ দিন আগেথাইল্যান্ডে চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
১ দিন আগে