Ajker Patrika

মৌলিক গবেষণায় গুরুত্ব দিতে ঢাবি উপাচার্যের আহ্বান

প্রতিনিধি, ঢাবি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৫
মৌলিক গবেষণায় গুরুত্ব দিতে ঢাবি উপাচার্যের আহ্বান

মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা শেষে এ কথা বলেন উপাচার্য। 

আজ রোববার সকাল ১০টায় প্রতিটি আবাসিক হল থেকে শতবর্ষের লোগোযুক্ত টি-শার্ট পরিধান করে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার সামনে সমবেত হন। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা কলাভবনের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 

শহীদ মিনারে জাতীয় সংগীত, ‘আমরা সবাই বাঙালি’ ও বিশ্ববিদ্যালয়ের থিম সং গাওয়া হয়। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

শোভাযাত্রায় অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ সবার প্রতি ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘আমরা আশা করি সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছ্বাস ও মানবিকতার বিকাশ ঘটাবে। আর এটি হবে বিশ্ববিদ্যালয়ের একমাত্র উপজীব্য ও শক্তি।’ মৌলিক গবেষণার ওপর গুরুত্বারোপ করে জাতির প্রত্যাশা পূরণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। 

ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা শতবর্ষ উদ্‌যাপন করছি এবং পরবর্তী শতবর্ষ উদ্‌যাপনের জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে প্রস্তুত করব। সে ক্ষেত্রে মানবতার জয়গান প্রস্ফুটিত হবে। অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ বিকশিত হবে। এই বিকাশের ফলে এর পাশাপাশি আমরা গুরুত্বারোপ করব মৌলিক গবেষণা ও উদ্ভাবনী শক্তির ওপর। সেটিই আমাদের চতুর্থ শিল্পবিপ্লবের যে সুবিধাগুলো আছে তা ভোগ করতে দেবে।’

শোভাযাত্রায় বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালক, সিনেট ও সিন্ডিকেটের সদস্য, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী সমিতি, হোস্টেলসহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সব পর্যায়ের মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত