মো. আশিকুর রহমান
পড়তে বসেছেন, কিন্তু মন বসছে না, বই খুললেই মাথায় ভিড় করে হতাশা, ভয় আর অনিশ্চয়তা। একটু খেয়াল করলেই দেখবেন—এ নেতিবাচক অনুভূতির পেছনে অনেক সময় দায়ী আপনার আশপাশের মানুষগুলো। সেই বন্ধুটি, যে বারবার বলে, ‘তুই পারবি না’ অথবা সহপাঠী, যে প্রতিনিয়ত ফলাফল, ভবিষ্যৎ আর জীবন নিয়ে হতাশার ছায়া ফেলে। লিখেছেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক মো. আশিকুর রহমান।
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
কীভাবে বুঝবেন, কারা টক্সিক?
সমস্যাই তুলে ধরেন।
এমন মানুষদের এড়িয়ে চলার কৌশল: দূরে থাকুন, গড়ে তুলুন এই অবস্থার প্রতিকার কঠিন নয়, তবে সচেতন সিদ্ধান্ত নিতে হয়।
সঙ্গই গড়ে তোলে সম্ভাবনা
একজর শিক্ষার্থীর স্বপ্ন ও সাফল্যের পথে বড় বাধা হতে পারে ভুল সঙ্গ। ঠিক তেমনি, সহায়ক পরিবেশ, গঠনমূলক বন্ধুত্ব আর ইতিবাচক সম্পর্কই হতে পারে তার বিকাশের সিঁড়ি। আজকের শিক্ষার্থী, আগামীর পথপ্রদর্শক।
পড়তে বসেছেন, কিন্তু মন বসছে না, বই খুললেই মাথায় ভিড় করে হতাশা, ভয় আর অনিশ্চয়তা। একটু খেয়াল করলেই দেখবেন—এ নেতিবাচক অনুভূতির পেছনে অনেক সময় দায়ী আপনার আশপাশের মানুষগুলো। সেই বন্ধুটি, যে বারবার বলে, ‘তুই পারবি না’ অথবা সহপাঠী, যে প্রতিনিয়ত ফলাফল, ভবিষ্যৎ আর জীবন নিয়ে হতাশার ছায়া ফেলে। লিখেছেন মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষক মো. আশিকুর রহমান।
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
একজন শিক্ষার্থীর মানসিক গঠনে সবচেয়ে বড় অন্তরায় হতে পারে এ ধরনের মানুষ, যাঁদের বলা হয় ‘টক্সিক’ বা বিষাক্তসঙ্গী। তাঁরা হয়তো আপনার ভালোই চান, কিন্তু তাঁদের কথাবার্তা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা আপনাকে ক্রমাগত পিছিয়ে দেয়।
টক্সিক মানুষের প্রভাব
শিক্ষাজীবনের সাফল্য শুধু মেধা বা পরিশ্রমের ওপর নির্ভর করে না; বরং বড় একটি অংশ নির্ভর করে আপনি কাদের সঙ্গে সময় কাটান, কার কথা শোনেন, কার কথায় প্রভাবিত হন, তার ওপর।
নেতিবাচক সঙ্গের প্রভাবগুলো হলো
কীভাবে বুঝবেন, কারা টক্সিক?
সমস্যাই তুলে ধরেন।
এমন মানুষদের এড়িয়ে চলার কৌশল: দূরে থাকুন, গড়ে তুলুন এই অবস্থার প্রতিকার কঠিন নয়, তবে সচেতন সিদ্ধান্ত নিতে হয়।
সঙ্গই গড়ে তোলে সম্ভাবনা
একজর শিক্ষার্থীর স্বপ্ন ও সাফল্যের পথে বড় বাধা হতে পারে ভুল সঙ্গ। ঠিক তেমনি, সহায়ক পরিবেশ, গঠনমূলক বন্ধুত্ব আর ইতিবাচক সম্পর্কই হতে পারে তার বিকাশের সিঁড়ি। আজকের শিক্ষার্থী, আগামীর পথপ্রদর্শক।
সকল সংকট অতিদ্রুত নিরসন করে চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত ১০০ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
১ দিন আগেস্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৮ জুলাই, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। আজ বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আব্দুল হান্নান।
১ দিন আগেবিশ্বায়নের এই যুগে উচ্চশিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের পথ নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি দৃষ্টিভঙ্গি তৈরির যাত্রা। এই যাত্রায় চীন হয়ে উঠেছে এক নতুন শক্তি। যেখানে আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যবাহী জ্ঞান আর বৈশ্বিক উদ্দীপনার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। দেশটিতে উন্নত গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি
১ দিন আগেতরুণ-তরুণীদের অন্যতম স্বপ্নের গন্তব্য বিসিএস ক্যাডার। এর মধ্যে প্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র—এই তিনটি ক্যাডারে আগ্রহ বরাবরই বেশি। সম্প্রতি সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। গত ৩০ জুন রাতে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৭১০টি শূন্য
২ দিন আগে