Ajker Patrika

বিদেশে উচ্চশিক্ষা: মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি স্কলারশিপ

আবিদা সুলতানা শামীমা
আপডেট : ০৩ জুন ২০২৩, ১১: ৪৫
বিদেশে উচ্চশিক্ষা: মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি স্কলারশিপ

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইরাকের মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ও ইরাকের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। রাজধানী বাগদাদে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ৪৬৫টি স্কলারশিপ দেবে। আগ্রহী প্রার্থীদের জন্য এই স্কলারশিপের বিভিন্ন দিক তুলে ধরা হলো।

বৃত্তির সংখ্যা
বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিভাগে ৪৬৫টি স্কলারশিপ দিচ্ছে সে দেশের সরকার। এর মধ্যে স্নাতকের (বিএসসি) শিক্ষার্থীদের জন্য ২৬৫টি, স্নাতকোত্তরে (এমএসসি) ১২৪টি এবং পিএইচডিতে ৭৬টি স্কলারশিপ দেবে মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি। 

যাদের জন্য স্কলারশিপ 
অনুমোদিত শিক্ষার্থীরা টিউশন ফিসহ পূর্ণ স্কলারশিপ পাবে। তবে এই স্কলারশিপ ইরাকের অধিবাসী বা প্রবাসীদের মধ্যে যাঁরা ইরাক সরকারের অধীনে কর্মরত, তাঁদের জন্য প্রযোজ্য নয়। 

স্কলারশিপের সময়সীমা

  • পিএইচডি প্রোগ্রাম হবে ৩৬ মাস অথবা ন্যূনতম ৩০ মাস। এই গবেষণা প্রোগ্রামে থাকবে দুটি সেমিস্টার।
  • স্নাতকোত্তরে (এমএসসি) সময়সীমা ২৪ মাস অথবা ন্যূনতম ১৮ মাস। থাকবে দুটি সেমিস্টার।
  • স্নাতকের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিভাগ ছাড়া অন্য সব বিভাগের অধ্যয়নের সময় হবে চার বছর।
  • তবে ব্যতিক্রম বিভাগগুলোর মধ্যে মেডিসিনের জন্য অধ্যয়নের সময়সীমা ছয় বছর, ডেন্টিস্ট্রি পাঁচ বছর, ফার্মাসি পাঁচ বছর এবং স্থাপত্যবিদ্যায় পাঁচ বছর।  

প্রার্থীর বয়সসীমা 
স্কলারশিপপ্রত্যাশী শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে কোনোভাবেই ৩০ বছর অতিক্রম করতে পারবে না। 

আবশ্যিক বিষয়াবলি 
স্কলারশিপটি পেতে হলে স্নাতকের (বিএসসি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ন্যূনতম নম্বর থাকতে হবে। এর মধ্যে মেডিসিনে ৮৫ শতাংশ থাকতে হবে। ডেন্টিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ও নার্সিংয়ে ৬৫ শতাংশ এবং ফার্মাসিতে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যান্য বিজ্ঞানবিষয়ক এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

গ্র্যাজুয়েশনের প্রয়োজনীয় শর্ত

  • শিক্ষার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েশনের শর্তাবলি এবং মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চের নীতিমালা মানতে হবে।
  • স্কলারশিপ নিতে আগ্রহী শিক্ষার্থীকে এমএসসি প্রোগ্রামের জন্য স্বনামধন্য প্রকাশনায় অবশ্যই একটি পাণ্ডুলিপি এবং কমপক্ষে দুটি প্রকাশনাসহ (পাণ্ডুলিপি) প্রবন্ধ স্কোপাস অথবা ক্ল্যারিভেট থাকতে হবে।
  • শিক্ষার্থীকে তাঁর মাধ্যমিকের স্কোর ও গ্রেড কনভার্ট করা এবং সরকারি সংস্থার মাধ্যমে স্ট্যাম্পড করে নেওয়ার দায়িত্ব নিতে হবে।
  • শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি স্কলারশিপ চুক্তিতে স্বাক্ষর করতে হবে।
  • কেউ একের অধিক বিষয়ে আবেদন করতে পারবেন না, করলে তাঁর আবেদনপত্রটি বাতিল করা হবে।
  • অনুমোদিত শিক্ষার্থীকে স্টুডেন্ট ভিসায় আবেদনের জন্য মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি স্কলারশিপের জন্য মনোনীত করা হয়েছে—এই মর্মে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হবে।
  • ভিসা ও আবাসন অনুমোদনের ব্যবস্থা শিক্ষার্থীদের করতে হবে এবং বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রি ভিসা ফি, আবাসনের ব্যবস্থা, বিমানের টিকিট বা অন্য কোনো আর্থিক খরচ বহন করা হবে না।
  • শিক্ষার্থীকে অবশ্যই নিজ দেশের ইরাক দূতাবাস থেকে এন্ট্রি ভিসা ও আবাসনের জন্য আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইরাকের দূতাবাস অথবা নিজ দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটগুলো প্রত্যায়িত হতে হবে।
  • ১ অক্টোবর ২০২৩ থেকে শুরু করে দুই বছর মেয়াদি পাসপোর্ট থাকতে হবে।
  • যে বিষয় নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, সেই বিষয়য়ে দুজন অধ্যাপকের প্রশংসাপত্র নিতে হবে।  
  • আবাসনসহ অন্য যেসব কাগজপত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইবে, সেগুলো জমা দিতে হবে।
  • স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং অনাপত্তিপত্র।
  • শিক্ষার্থীকে অবশ্যই একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে। সেই চুক্তিপত্রের কপি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হবে ১৫ জুন ২০২৩।
  • স্কলারশিপের ফল প্রকাশ করা হবে ১৫ জুলাই ২০২৩।  

অফিশিয়াল ওয়েবসাইট
অনলাইনে আবেদন ও বিস্তারিত জানতে এই (https://cc. uomustansiriyah.edu.iq/scholarship) লিংকে প্রবেশ করতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই (https:// www.shed.gov.bd/site/view/scholarship) ওয়েবসাইটে। 

অনুবাদ: আবিদা সুলতানা শামীমা

সূত্র: ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, শেষ ২০ ডিসেম্বর

শিক্ষা ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১৪: ৩৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তিতে ‘সেকেন্ড টাইম’ পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে। তবে সেকেন্ড টাইমের প্রার্থীদের ৪ নম্বর কাটা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ-১’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২৫০, ‘এ-২’ (আর্কিটেকচার) ফি ১ হাজার ৪০০ এবং ‘বি’ (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

২০২৪ অথবা ২০২৫ সালের এইচএসসি (সাধারণ বা কারিগরি) বা আলিম বা ডিপ্লোমা ইন কমার্স বা সমমান, ২০২২ অথবা ২০২৩ সালের এসএসসি (সাধারণ বা কারিগরি) বা দাখিল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

আবেদনের প্রক্রিয়া শেষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা, ‘বি’ ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি বেলা ৩টা থেকে সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি ও জমা দেওয়ার পদ্ধতি ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢাবি ভর্তি পরীক্ষা: কলা অনুষদের লিখিত অংশের প্রস্তুতি

শিক্ষা ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১০: ০৮
ফাইল ছবি
ফাইল ছবি

আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। শেষ মুহূর্তে এসে অধিকাংশ শিক্ষার্থী এমসিকিউ সমাধানে পারদর্শী হলেও লিখিত প্রস্তুতিতে দুর্বল থেকে যায়। ফলস্বরূপ, লিখিত পরীক্ষায় কোনো একটি বিষয়ে অকৃতকার্য হয়ে শেষ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা। ভর্তি-ইচ্ছুকদের এই অন্তিম মুহূর্তে লিখিত অংশের প্রস্তুতি নিয়ে লিখেছেন মো. সৈয়দুর রহমান।

পদ্য ও গদ্যের গুরুত্বপূর্ণ পঙ্‌ক্তি বা উক্তির ব্যাখ্যা পড়া

মূল পাঠ্যবইয়ের গদ্য ও পদ্যগুলোর অন্তর্নিহিত অর্থ ও শব্দার্থ ভালো করে পড়তে হবে। অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ লাইনের যে ব্যাখ্যা দেওয়া থাকে, সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। অনেক সময় সমাস, সন্ধি বা উপসর্গসম্পর্কিত বিভিন্ন শব্দ গদ্য বা পদ্যের মধ্যে থাকে। সে শব্দগুলো ভালোভাবে পড়তে হবে। প্রতিটি ঘটনা বা উক্তি পড়ার সময় লেখক কোন প্রেক্ষাপটে ঘটনাটি বলেছেন, সেটির দিকে বিশেষ লক্ষ রাখতে হবে।

বানান ও যতিচিহ্নের দিকে মনোযোগ দেওয়া

বানান বিষয়টিতেই সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী কম নম্বর পায়। এখন পুরো বইটি আরও একবার এমনভাবে পড়তে হবে, যেন কঠিন বানানগুলো আরও একবার চোখে পড়ে। যেমন: মহীয়সী, মুহুর্মুহু, মনীষী। বানান লিখতে ভুল করলে অনেক ভালো লিখেও বেশি নম্বর পাওয়া সম্ভব নয়। তাই এদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে বাক্য লেখার সময় এর যতিচিহ্নের যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে।

বাক্যের গঠন, কাঠামো ও সুন্দর হাতের লেখা

ঢাবি ভর্তি পরীক্ষায় এমন অনেক শিক্ষার্থী অংশ নেয়, যাদের মেধা অত্যন্ত বেশি। তবে খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখতে না পারায় তারা ভালো নম্বর থেকে বঞ্চিত হয়। ভালো নম্বর পেতে হলে লেখাকে প্যারা আকারে সাজাতে হবে। চেষ্টা করতে হবে লেখার মধ্যে কোনো কাটাকাটি যেন না হয়। লেখার সময় একই শব্দ দুবার ব্যবহার না করে একটু ভিন্ন শব্দের মাধ্যমে উপস্থাপন করলে সেটি ভালো নম্বর পেতে সাহায্য করে। যেমন: ডাকসু অনেক গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত এটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। এই লাইন এভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে।

নির্মিতি অংশের জন্য প্রস্তুতি

নির্মিতি অংশে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী লেখায় পারদর্শী না হলে সাধারণত নম্বর পাওয়া কঠিন হয়ে যায়। এই অংশে ভালো করার জন্য নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র অংশের সারাংশ বা সারমর্ম, ভাব সম্প্রসারণ, অনুবাদ, চিঠিপত্র অংশ ভালোভাবে পড়তে হবে। লেখার সময় বাস্তব জীবনের উদাহরণ সম্ভব হলে উল্লেখ করতে হবে। ইংরেজিতেও বারবার আসা টপিক যেমন প্যারাগ্রাফ, শর্টনোট ইত্যাদি লেখার জন্য মূল টেক্সটবুক আরও একবার রিভিশন দিতে হবে। ইংরেজির ক্ষেত্রে ভালো করার জন্য বাক্যের মধ্যে বিভিন্ন কানেক্টর যেমন: And, Or, But ব্যবহার করা উচিত।

এ মুহূর্তে নতুন টপিক না শেখা

শেষ সময়ে এসে নতুন কোনো বিষয় মুখস্থ করা যাবে না। অনেক শিক্ষার্থীর ভোকাবুলারি আর মুখস্থ হচ্ছে না, তাদের উচিত অন্য টপিকে দক্ষতা বাড়ানো। কারণ, একটি টপিক নিয়ে এখন আর বসে থাকার সময় নেই।

এমসিকিউ প্রশ্নের উত্তর সবার একই হবে। কিন্তু ফলাফলে বড় একটা পার্থক্য হয়ে যাবে লিখিত অংশের নম্বরে। তাই যাদের লিখিত অংশের প্রস্তুতি এখনো বাকি, তারা সম্পূর্ণরূপে এখন লিখিত পরীক্ষায় আসা টপিকে মনোনিবেশ করবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, লিখিত পরীক্ষার প্রস্তুতির সময়ও কিন্তু বিভিন্ন এমসিকিউ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেডিকেল ভর্তি পরীক্ষা আগামীকাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ফাইল ছবি
ফাইল ছবি

ব্যাচেলর অব মেডিসিন এবং ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। অর্থাৎ পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট। এবার ঢাকাসহ দেশের ১৭টি কেন্দ্রে ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০।

মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থীদের স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে কেন্দ্রে আসতে হবে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রনিক সামগ্রী বা অন্য কোনো ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভর্তি পরীক্ষায় এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে ১৫ নম্বরের প্রশ্ন থাকবে।

তথ্য অনুযায়ী, মোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছাত্র এবং ৭৩ জন ৬০৪ জন ছাত্রী।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি। অর্থাৎ এমবিবিএস কোর্সে মোট ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সে ১ হাজার ৯৫০টি আসন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা আইইউবি থিয়েটার

আজকের পত্রিকা ডেস্ক­
এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা হয়েছে আইইউবি থিয়েটার। ছবি: বিজ্ঞপ্তি
এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এ সেরা হয়েছে আইইউবি থিয়েটার। ছবি: বিজ্ঞপ্তি

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এর শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের আইইউবি থিয়েটার ক্লাব। বুধবার (১০ ডিসেম্বর) এআইইউবি ড্রামা ক্লাব (এডিসি) আয়োজিত মঞ্চনাটক প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে।

প্রতিযোগিতার অংশ হিসেবে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে আইইউবি থিয়েটার তাদের ২৪তম প্রযোজনা ‘সুলতানার স্বপ্নের’ তৃতীয় প্রদর্শনী মঞ্চস্থ করে। এটি বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী ছোটগল্প ‘সুলতানা’স ড্রিমের’ বাংলা নাট্যরূপ। প্রতিযোগিতার ইন্টার-ইউনিভার্সিটি থিয়েটার টিম শ্রেণিতে ‘পণ্ডিত’ চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান আইইউবি থিয়েটারের আহমেদ ইয়াশফিন সামি।

গল্পটির বাংলা নাট্যরূপ এবং নাটকের নির্দেশনা দিয়েছেন স্বপ্নীল সোহেল। ‘সুলতানা’স ড্রিম’ প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে, ভারতের মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) ‘দ্য ইন্ডিয়ান লেডিজ’ ম্যাগাজিনে। এই গল্পে তিনি ‘লেডিল্যান্ড’ নামের একটি কল্পিত সমাজে নারী-সমতার স্বপ্ন তুলে ধরেছেন।

আইইউবি থিয়েটার ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আটটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নাট্যদল। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (প্রথম রানার আপ), সরকারি তিতুমীর কলেজ (দ্বিতীয় রানার আপ), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি।

বিচারকমণ্ডলীতে ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান, কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন এবং এআইইউবির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার।

এর আগে, গত ১৯ নভেম্বর আইইউবি অডিটরিয়ামে নাটকটির প্রথম প্রদর্শনী আয়োজন করেছিল আইইউবি থিয়েটার। এরপর ৬ ডিসেম্বর নাটকটির দ্বিতীয় প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত