Ajker Patrika

কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

সৌদি আরবের জেদ্দায় ১৯৬৭ সালে শেখ মুহাম্মাদ আবু বকর বাখাসাব পাশা এবং লেখক হামযা বোগারির তথ্যাবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটির যাত্রা শুর হয়। এরপর ১৯৭৪ সালে বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়টিকে সরকারিকরণ করেন। অর্থনীতি ও প্রশাসন অনুষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এরপর একে একে বিভিন্ন ডিপার্টমেন্ট চালু করা হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে আরব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রথম। ২৪টি অনুষদ রয়েছে, যার মধ্যে ১৫টি ক্যাম্পাসে অবস্থিত এবং ৯টি ক্যাম্পাসের বাইরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২ হাজার ফ্যাকাল্টি এবং ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের দেশটিতে প্রথমবার যাওয়ার খরচ হিসেবে ১ হাজার ৮০০ রিয়াল দেওয়া হবে। মাসিক ৯০০ সৌদি আরবীয় রিয়াল দেওয়া হবে। থাকছে স্বাস্থ্যসেবা ভাতা, আবাসন সুবিধা, খাবারের ব্যবস্থা। এ ছাড়া স্নাতকের শিক্ষার্থীদের বই কেনার ভাতাও দেওয়া হবে।

অধ্যায়নের ক্ষেত্রসমূহ

কলা ও মানবিক অনুষদ, অর্থনীতি ও প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ, সামুদ্রিক বিজ্ঞান অনুষদ, পরিবেশগত নকশা অনুষদ, কম্পিউটিং ও তথ্যপ্রযুক্তি অনুষদ। এসব অনুষদের অধীনে অন্তত ৫-৬টি করে বিভাগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

স্নাতক ডিগ্রির জন্য প্রার্থীদের ২৫ বছর, মাস্টার্সের জন্য ৩০ বছর ও পিএইচডির জন্য ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে মানসম্পন্ন ডিগ্রি থাকতে হবে। শিক্ষার্থীদের ভাষা দক্ষতা সনদ থাকতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

জীবনবৃত্তান্ত। ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ছাড়া সব প্রোগ্রামের জন্য ‘উদ্দেশ্য বিবৃতি’ ইংরেজিতে লিখতে হবে। সৌদি দূতাবাস থেকে সত্যায়িত স্নাতক সার্টিফিকেটের কপি, সাবেক দুই অধ্যাপকের সুপারিশপত্র জমা দিতে হবে ও বৈধ পাসপোর্টের কপি।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১৪ জুন ২০২৫ (স্নাতকদের জন্য) ও ৩১ অক্টোবর ২০২৫ (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত