Ajker Patrika

ইন্দোনেশিয়ায় ২২২টি কেএনবি বৃত্তি

Thumbnail image

ইন্দোনেশিয়া সরকার প্রতিবছরের মতো ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেএনবি বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ দিয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তি অর্জনের জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। বৃত্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ার শীর্ষস্থানীয় ৩১টি কলেজ তথা বিশ্ববিদ্যালয়ে মোট ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। বিস্তারিত তথ্য লিখেছেন মারুফা মাহজাবীন মম

বৃত্তির সংখ্যা
বৃত্তির সংখ্যা ২২২টি। এর মধ্যে স্নাতক পর্যায়ে ৩০, স্নাতকোত্তর পর্যায়ে ১৬২ ও ডক্টরাল পর্যায়ে ৩০টি বৃত্তি।

প্রোগ্রামের মেয়াদ

  • সর্বোচ্চ এক বছর মেয়াদি ইন্দোনেশিয়ান ভাষা কোর্স ও মাস্টার প্রিপারেটরি প্রোগ্রাম।
  • সর্বোচ্চ ৪৮ মাস (৮ সেমিস্টার) মেয়াদি স্নাতক ডিগ্রি।
  • সর্বোচ্চ ২৪ মাস (৪ সেমিস্টার) মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি।
  • সর্বোচ্চ ৪৮ মাস (৮ সেমিস্টার) মেয়াদি ডক্টরেট ডিগ্রি।

সুযোগ-সুবিধা
শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় সম্পূর্ণ অর্থায়িত টিউশন ফির পাশাপাশি সেটেলমেন্ট ভাতা, জীবনযাপন ভাতা বা লিভিং অ্যালাউন্স, ইন্দোনেশিয়ার ভাষা শিক্ষা কোর্স, রাউন্ড-ট্রিপ ইকোনমি বিমান টিকিট, স্বাস্থ্যবিমা, মাসিক গবেষণা ও বই ভাতা দেওয়া হবে। এ ছাড়া পড়াশোনা শেষ করার পর শিক্ষার্থীদের একটি গবেষণা প্রকাশনাও থাকবে।

আবেদনের যোগ্যতা

  • স্নাতক প্রোগ্রাম: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২১ বছরের মধ্যে হতে হবে। একাডেমিক পরিসরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে। আবেদনের সময় বিগত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।
  • স্নাতকোত্তর প্রোগ্রাম: আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। অবশ্যই স্নাতক ডিগ্রিসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৫০০, টোয়েফল আইবিটি ৬১, আইইএলটিএস ৬, টোয়িক ৫৭৫ স্কোর থাকতে হবে। আবেদনের সময় ব্যবহার করা প্রশংসাপত্রটি গত দুই বছরের মধ্যে প্রাপ্ত হতে হবে।
  • ডক্টরেট প্রোগ্রাম: আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। একাডেমিক পরিসরে স্নাতকোত্তর ডিগ্রিসহ ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় টোয়েফল আইটিপি ৫৩০, টোয়েফল আইবিটি ৭১, আইইএলটিএস ৬, টোয়িক ৬৪০ স্কোর থাকতে হবে। আবেদনের সময় বিগত দুই বছরের মধ্যে অর্জন করা প্রশংসাপত্র গ্রহণযোগ্য।

প্রয়োজনীয় নথি

  • স্নাতক প্রোগ্রামে আবেদনকারী শিক্ষার্থীর জন্য স্ক্যান করা ইংরেজি বা ইন্দোনেশীয় তথা বাহাসা ভাষায় উচ্চমাধ্যমিক ডিগ্রি সার্টিফিকেট।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনকারীর জন্য স্ক্যান করা ইংরেজি বা বাহাসা ভাষায় স্নাতক ডিগ্রি সার্টিফিকেট।
  • ডক্টরেট প্রোগ্রামে আবেদনকারীর জন্য স্ক্যান করা ইংরেজি অথবা বাহাসা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি সার্টিফিকেট।
  • ইন্দোনেশিয়ার দূতাবাস থেকে সুপারিশের চিঠি।
  • নিয়োগকর্তা বা তাৎক্ষণিক সুপারভাইজার থেকে ইংরেজি বা বাহাসা ভাষায় সুপারিশের চিঠি।
  • পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইংরেজি বা বাহাসা ভাষায় সুপারিশের চিঠি।
  • ডক্টরেটদের জন্য কেএনবি বৃত্তি প্রদানকারী একটি বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য গবেষণা তত্ত্বাবধায়কের কাছ থেকে ইংরেজি বা বাহাসা ভাষায় একটি সুপারিশপত্র ।
  • অফিশিয়াল পাসপোর্টের কপি ও হালনাগাদ জীবনবৃত্তান্ত।

আবেদনের প্রক্রিয়া
আবেদনের শেষ সময় ২৩ ফেব্রুয়ারি ২০২৪। আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেএনবি বৃত্তির আমন্ত্রণপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সব নথিসহ অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। বৃত্তি ও আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে

সূত্র: কেএনবি স্কলারশিপের ওয়েবসাইট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত