Ajker Patrika

হংকংয়ের ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের সুযোগ

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১০: ৪১
হংকংয়ের ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের সুযোগ

হংকংয়ের ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসে ২০২২ (সেপ্টেম্বর) সেশনে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পূর্ণকালীন মাস্টার্স প্রোগ্রামের নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারন্যাশনাল পোস্টগ্র্যাজুয়েট স্কলারশিপ দেওয়া হবে। শ্রেণিকক্ষে সর্বোচ্চ বৈচিত্র্য আনতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী শিক্ষার্থীদের আকর্ষণ করতে এই উদ্যোগ।

স্কলারশিপের আওতায় যেসব বিষয়ে মাস্টার্স করা যাবে সেগুলো হচ্ছে—মাস্টার অব অ্যাকাউন্টেন্সি, মাস্টার অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এমএসসি ইন অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, এমএসসি ইন অ্যাপ্লাইড ইকোনমিকস, এমএসসি ইন বিজনেস ম্যানেজমেন্ট, এমএসসি ইন করপোরেট গভর্ন্যান্স অ্যান্ড কমপ্লায়েন্স, এমএসসি ইন ডাটা, অ্যানালাইটিকস অ্যান্ড বিজনেস ইকোনমিকস, এমএসসি ইন গ্লোবাল মার্কেটিং, এমএসসি ইন ফাইন্যান্স (ফিনটেক অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইটিকস), এমএসসি ইন মার্কেটিং ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমিকস। 

স্কলারশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি এবং থাকা-খাওয়ার খরচ বাবদ আনুমানিক ১২ হাজার ৮০০ মার্কিন ডলার দেওয়া হবে। এছাড়া এই স্কলারশিপের বাইরেও বিভিন্ন প্রোগ্রামে গ্র্যাজুয়েশন অ্যাওয়ার্ড, কোর্স স্কলারশিপ, বিজনেস স্টার্ট-আপ অ্যাওয়ার্ড এবং গ্র্যাজুয়েশনের সময় মেধাভিত্তিক অ্যাওয়ার্ড থাকতে পারে। চীন, ম্যাকাউ ও হংকং ছাড়া অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত