এ টি এম মোজাফফর হোসেন
৪। প্রশ্নের ধরন
প্রশ্নগুলো চারটি সেকশনে ভাগ করা থাকে। প্রতিটি সেকশনের ধরন, বিষয় এবং তার ওপর কথোপকথন আলাদা।
সেকশন-১ (সামাজিক)
এখানে নিত্যদিনের প্রয়োজন তথা সামাজিক কিছু বিষয়ের কথা তুলে ধরা হয়। প্রধানত এখানে কোনো বিষয়ে তথ্য দেওয়া-নেওয়া হয়, যেমন ভ্রমণের আয়োজন করা, হোটেলে চেকইন, জব ইন্টারভিউ দেওয়া, ট্রেনের টিকিট করা, স্কুলে ভর্তি ইত্যাদি। সাধারণত এখানে দুজনের মধ্যে কথা হয়। তবে পুরো সেকশনের কথা এক দফায় হতে পারে অথবা দুই দফায়। ১০টি প্রশ্ন থাকে (১-১০)। সাধারণত দুজন কথা বলে।
সেকশন-২ (সামাজিক)
এখানে নিত্যদিনের প্রয়োজন তথা সামাজিক কিছু বিষয়ের কথা তুলে ধরা হয়, যেমন কোনো দর্শনীয় স্থান অভিমুখে যাত্রা, পরিদর্শন, ভ্রমণ, ছুটি কাটানো, অবসর যাপন, বিনোদন, অবকাঠামোর বর্ণনা ইত্যাদি। সাধারণত এখানে দুই থেকে চারজনের মধ্যে কথা হয়। তবে পুরো সেকশনের কথা এক দফায় হতে পারে অথবা দুই দফায়। ১০টি প্রশ্ন থাকে (১১-২০)। সাধারণত একজন কথা বলে।
সেকশন-৩ (একাডেমিক)
এখানে শিক্ষা বা প্রশিক্ষণের (একাডেমিক) কোনো বিষয় নিয়ে কথা বলা হয়। প্রধানত এখানে অধ্যয়নের (স্টাডি) ওপর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, যেমন কোনো বিষয় উপস্থাপন, রিপোর্ট রাইটিং, শিক্ষাক্রম ইত্যাদি। সাধারণত এখানে একজন কথা বলে। ১০টি প্রশ্ন থাকে (২১-৩০)। সাধাণত দুই থেকে চারজনের মধ্যে কথা হয়।
সেকশন-৪ (একাডেমিক)
এখানে শিক্ষা বা প্রশিক্ষণের (একাডেমিক) কোনো বিষয় নিয়ে কথা বলা হয়। প্রধানত গবেষণার কোনো বিষয় তুলে ধরা হয়, যেমন মানব ইতিহাস, জীববৈচিত্র্য, তথ্যপ্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য, ব্যবস্থাপনা, নেতৃত্ব, উদ্ভাবন ইত্যাদি। সাধারণত এখানে দুই থেকে চারজনের মধ্যে কথা হয়, কথোপকথন এক বা একাধিক হতে পারে। এক দফা অথবা দফায় দফায় কথা হতে পারে। ১০টি প্রশ্ন থাকে (৩১-৪০)। সাধারণত একজন কথা বলে।
৫। সহজ থেকে জটিল ক্রমানুসার লিসেনিং টেস্ট সহজ প্রশ্ন দিয়ে
শুরু হয়। যত সামনে এগোবেন, প্রশ্নগুলো সহজ থেকে কঠিনতর হতে থাকে। তারপর ধীরে ধীরে সামাজিক বিষয় রেখে একাডেমিক জটিল বিষয়গুলো আসতে থাকে।
তবে এখানে ব্যতিক্রম রয়েছে, ৩ নম্বর সেকশন ৪ নম্বর থেকে জটিল হয়ে থাকে। বিষয়টি মনে রাখতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
৬। প্রশ্নপত্রের নির্দেশাবলি
প্রতিটি প্রশ্নগুচ্ছের শুরুতে নির্দেশাবলি দেওয়া থাকে। তাই মনোযোগ দিয়ে তা পড়তে হবে। কারণ, সেখানে বলা থাকে আপনাকে কী করতে হবে, যেমন প্রশ্নের উত্তর একটি, দুটি, তিনটি শব্দ এবং/অথবা একটি সংখ্যা হবে ইত্যাদি। এসব নির্দেশাবলি না মেনে কোনো উত্তর দিলে রেকর্ডিং অনুযায়ী কথা সঠিক হলেও উত্তরটি সঠিক বলে গণ্য হবে না।
উদাহরণ: প্রশ্নপত্রে দেওয়া আছে, উত্তর হবে ‘তিনটি শব্দের বেশি নয় এবং/অথবা একটি নম্বর (Not more than three words and/a number)
এখানে উত্তর হতে পারে নিচের (৭ ধরনের) যেকোনো একটি, যেমন:
নির্দেশাবলি সব সময় নিরাপদ রাখে। তাই সেটি পড়ে, বুঝে সে অনুযায়ী উত্তর দিতে হবে। অন্যথায় রেকর্ডিং অনুযায়ী কথা সঠিক হলেও উত্তরটি সঠিক হবে না। প্রতিটি সেকশনের শুরুতে রেকর্ডিংয়ের নিশ্চুপ সময় নির্দেশাবলি পড়ার কাজে লাগান।
চলবে... (পর্ব-১.৩ আগামী সংখ্যায়)
এ টি এম মোজাফফর হোসেন, সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
৪। প্রশ্নের ধরন
প্রশ্নগুলো চারটি সেকশনে ভাগ করা থাকে। প্রতিটি সেকশনের ধরন, বিষয় এবং তার ওপর কথোপকথন আলাদা।
সেকশন-১ (সামাজিক)
এখানে নিত্যদিনের প্রয়োজন তথা সামাজিক কিছু বিষয়ের কথা তুলে ধরা হয়। প্রধানত এখানে কোনো বিষয়ে তথ্য দেওয়া-নেওয়া হয়, যেমন ভ্রমণের আয়োজন করা, হোটেলে চেকইন, জব ইন্টারভিউ দেওয়া, ট্রেনের টিকিট করা, স্কুলে ভর্তি ইত্যাদি। সাধারণত এখানে দুজনের মধ্যে কথা হয়। তবে পুরো সেকশনের কথা এক দফায় হতে পারে অথবা দুই দফায়। ১০টি প্রশ্ন থাকে (১-১০)। সাধারণত দুজন কথা বলে।
সেকশন-২ (সামাজিক)
এখানে নিত্যদিনের প্রয়োজন তথা সামাজিক কিছু বিষয়ের কথা তুলে ধরা হয়, যেমন কোনো দর্শনীয় স্থান অভিমুখে যাত্রা, পরিদর্শন, ভ্রমণ, ছুটি কাটানো, অবসর যাপন, বিনোদন, অবকাঠামোর বর্ণনা ইত্যাদি। সাধারণত এখানে দুই থেকে চারজনের মধ্যে কথা হয়। তবে পুরো সেকশনের কথা এক দফায় হতে পারে অথবা দুই দফায়। ১০টি প্রশ্ন থাকে (১১-২০)। সাধারণত একজন কথা বলে।
সেকশন-৩ (একাডেমিক)
এখানে শিক্ষা বা প্রশিক্ষণের (একাডেমিক) কোনো বিষয় নিয়ে কথা বলা হয়। প্রধানত এখানে অধ্যয়নের (স্টাডি) ওপর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, যেমন কোনো বিষয় উপস্থাপন, রিপোর্ট রাইটিং, শিক্ষাক্রম ইত্যাদি। সাধারণত এখানে একজন কথা বলে। ১০টি প্রশ্ন থাকে (২১-৩০)। সাধাণত দুই থেকে চারজনের মধ্যে কথা হয়।
সেকশন-৪ (একাডেমিক)
এখানে শিক্ষা বা প্রশিক্ষণের (একাডেমিক) কোনো বিষয় নিয়ে কথা বলা হয়। প্রধানত গবেষণার কোনো বিষয় তুলে ধরা হয়, যেমন মানব ইতিহাস, জীববৈচিত্র্য, তথ্যপ্রযুক্তি, ব্যবসা-বাণিজ্য, ব্যবস্থাপনা, নেতৃত্ব, উদ্ভাবন ইত্যাদি। সাধারণত এখানে দুই থেকে চারজনের মধ্যে কথা হয়, কথোপকথন এক বা একাধিক হতে পারে। এক দফা অথবা দফায় দফায় কথা হতে পারে। ১০টি প্রশ্ন থাকে (৩১-৪০)। সাধারণত একজন কথা বলে।
৫। সহজ থেকে জটিল ক্রমানুসার লিসেনিং টেস্ট সহজ প্রশ্ন দিয়ে
শুরু হয়। যত সামনে এগোবেন, প্রশ্নগুলো সহজ থেকে কঠিনতর হতে থাকে। তারপর ধীরে ধীরে সামাজিক বিষয় রেখে একাডেমিক জটিল বিষয়গুলো আসতে থাকে।
তবে এখানে ব্যতিক্রম রয়েছে, ৩ নম্বর সেকশন ৪ নম্বর থেকে জটিল হয়ে থাকে। বিষয়টি মনে রাখতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
৬। প্রশ্নপত্রের নির্দেশাবলি
প্রতিটি প্রশ্নগুচ্ছের শুরুতে নির্দেশাবলি দেওয়া থাকে। তাই মনোযোগ দিয়ে তা পড়তে হবে। কারণ, সেখানে বলা থাকে আপনাকে কী করতে হবে, যেমন প্রশ্নের উত্তর একটি, দুটি, তিনটি শব্দ এবং/অথবা একটি সংখ্যা হবে ইত্যাদি। এসব নির্দেশাবলি না মেনে কোনো উত্তর দিলে রেকর্ডিং অনুযায়ী কথা সঠিক হলেও উত্তরটি সঠিক বলে গণ্য হবে না।
উদাহরণ: প্রশ্নপত্রে দেওয়া আছে, উত্তর হবে ‘তিনটি শব্দের বেশি নয় এবং/অথবা একটি নম্বর (Not more than three words and/a number)
এখানে উত্তর হতে পারে নিচের (৭ ধরনের) যেকোনো একটি, যেমন:
নির্দেশাবলি সব সময় নিরাপদ রাখে। তাই সেটি পড়ে, বুঝে সে অনুযায়ী উত্তর দিতে হবে। অন্যথায় রেকর্ডিং অনুযায়ী কথা সঠিক হলেও উত্তরটি সঠিক হবে না। প্রতিটি সেকশনের শুরুতে রেকর্ডিংয়ের নিশ্চুপ সময় নির্দেশাবলি পড়ার কাজে লাগান।
চলবে... (পর্ব-১.৩ আগামী সংখ্যায়)
এ টি এম মোজাফফর হোসেন, সেলটা ও মোস্তাকিম শুভ, সেলটা
আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক এই সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ও শাবিপ্রবির পক্ষে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন তিনি। সেখানে সায়েম তাঁর গবেষণা "Synthesis and Characterization of Nanocellulose Phosphate as a Novel Biomaterial for Bone Tissue Engineering" বিষয়ে উপস্থাপন করবেন, যা হাড়ের...
১৫ ঘণ্টা আগেপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত পত্র দিয়েছে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে...
১ দিন আগেআইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার গোপালগঞ্জ ছাড়া অন্যান্য জেলার আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা চলবে।
২ দিন আগেনিউজিল্যান্ডে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৩ দিন আগে