Ajker Patrika

চীনে উচ্চশিক্ষায় আইইএলটিএস বা টোয়েফল লাগবে না

সহায়িকা ডেস্ক
আপডেট : ২০ মার্চ ২০২২, ১২: ৫৭
চীনে উচ্চশিক্ষায় আইইএলটিএস বা টোয়েফল লাগবে না

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এগিয়ে চীন। প্রতিবছর উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের একটা বড় অংশ পাড়ি জমান চীনে। উন্নত পড়াশোনার মান, সমৃদ্ধ গবেষণার সুযোগ, পর্যাপ্ত স্কলারশিপ, বাসস্থানের ব্যবস্থা, তুলনামূলক জীবনযাত্রার ব্যয় কম হওয়ায় চীনের দিকে ঝুঁকছেন শিক্ষার্থীরা। উচ্চশিক্ষার পথ আরও সহজ করতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে চীনের ডংহুয়া ইউনিভার্সিটি। 

‘সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ’-এর আওতায় সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক উপবৃত্তি, বিনা মূল্যে থাকার ব্যবস্থা ও স্বাস্থ্যবিমার সুযোগ থাকছে। এই স্কলারশিপের আরও একটি বিশেষ সুবিধা হচ্ছে ভাষাগত দক্ষতার সনদস্বরূপ আইইএলটিএস বা টোয়েফল স্কোর লাগবে না। শুধু নির্দিষ্ট প্রোগ্রামের জন্য নির্দিষ্ট যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। ডংহুয়া ইউনিভার্সিটিতে যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ থাকছে।

স্নাতক
সাংহাই ইন্টারন্যাশনাল কলেজ অব ফ্যাশন অ্যান্ড ইনোভেশন, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, কলেজ অব টেক্সটাইল সায়েন্স ইন্টারন্যাশনাল কালচারাল এক্সচেঞ্জ স্কুল, কলেজ অব ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি কলেজ,কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, কলেজ অব ফরেন ল্যাঙ্গুয়েজ,মানবিক কলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল সায়েন্স কলেজ। 

স্নাতকোত্তর
তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তি স্কুল, কলেজ অব কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, কলেজ অব মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কলেজ অব ফরেন ল্যাঙ্গুয়েজ, সায়েন্স কলেজ। মানবিক কলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ মার্ক্সিজম কলেজ। 

পিএইচডি
কলেজ অব ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তথ্যবিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, কলেজ অব কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, ফ্যাশন অ্যান্ড আর্ট ডিজাইন ইনস্টিটিউট, স্কুল অব বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, টেক্সটাইল সায়েন্স কলেজ, মানবিক কলেজ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল, কম্পিউটারবিজ্ঞান ও প্রযুক্তি স্কুল সায়েন্স কলেজ। 

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।
  • মাসিক উপবৃত্তি হিসেবে স্নাতকে ২ হাজার ৫০০ ইউয়ান প্রদান করা হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৪ হাজার টাকা।
  • স্নাতকোত্তরে ৩ হাজার ইউয়ান প্রদান করা হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪১ হাজার টাকা।
  • পিএইচডিতে ৩ হাজার ৫০০ ইউয়ান প্রদান করা হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৮ হাজার টাকা।
  • বিনা মূল্যে বাসস্থান।
  • চিকিৎসাবিমা। 

আবেদনের যোগ্যতা

  • নন-চাইনিজ নাগরিক হতে হবে।
  • স্নাতকে আবেদনের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৫ বছর।
  • স্নাতকোত্তর প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।
  • পিএইচডি প্রার্থীদের অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
  • বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • রিকমেন্ডেশন লেটার দিতে হবে।
  • আবেদনকারীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

আবেদনের শেষ সময় -৩১ মার্চ, ২০২২।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত