Ajker Patrika

যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয় বৃত্তি

শিক্ষা ডেস্ক
মায়ামি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
মায়ামি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

১৯২৫ সালে মায়ামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দেশটির ফ্লোরিডায় অবস্থিত একটি বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে ১৩৪টি স্নাতক, ১৪৮টি স্নাতকোত্তর ও ৬৭টি ডক্টরাল ডিগ্রি প্রোগ্রাম চালু রয়েছে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীদের শতভাগ টিউশন ফি মওকুফ করা হবে। গবেষণা, ইন্টার্নশিপ, সম্মেলনসহ অন্যান্য শিক্ষামূলক উদ্দেশ্যে ১২ হাজার ডলার দেওয়া হবে। এ ছাড়া বিনামূল্যে আবাসন সুবিধা, খাবারের ভাতা, স্বাস্থ্যবিমা, পাঠ্যপুস্তক ভাতা ও ল্যাপটপের জন্য ভাতার ব্যবস্থা রয়েছে।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

হিসাববিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, শিল্পকলা, জীববিজ্ঞান, সামুদ্রিকবিজ্ঞান, ক্রীড়াবিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞান, স্বাস্থ্য ও ফিটনেস এবং মেরিন ইঞ্জিনিয়ারিং।

প্রয়োজনীয় কাগজপত্র

বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে হবে। উচ্চমাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, সুপারিশপত্র জমা দিতে হবে।

স্কলারশিপের সময়কাল: ৪ বছর।

আবেদনের যোগ্যতা

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আগ্রহী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর, ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

সদরপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, যুবক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত