Ajker Patrika

ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়া পড়ার সুযোগ

সাব্বির হোসেন
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১১: ৫৮
ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ছাড়া পড়ার সুযোগ

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ কানাডা। দেশটির অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ট্রেন্ট ইউনিভার্সিটি ২০২৫ সালে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ দিচ্ছে। এ প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

ট্রেন্ট ইউনিভার্সিটি বিভিন্ন ধরনের বৃত্তি দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো—

■ ট্রেন্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল সিটিজেনস স্কলারশিপ: ২,০০০-২৫,০০০ মার্কিন ডলার (প্রায় ২,২০,০০০-২৭,৫০,০০০ টাকা)

■ ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ স্কলারশিপ: ২৫,০০০ ডলার (প্রায় ২৭,৫০,০০০ টাকা)।

■ জাস্টিন চিউ ইন্টারন্যাশনাল স্কলারশিপ: ৩,০০০-১৫,০০০ ডলার (প্রায় ৩,৩০,০০০- ১৬,৫০,০০০ টাকা)

■ শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ও শিক্ষাসংশ্লিষ্ট অন্যান্য ব্যয়ের ক্ষেত্রে সহায়তা দেবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে

অ্যাকাউন্টিং, ফলিত কৃষি, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি, ব্যবসা ও বিজ্ঞান, জীববিদ্যা, নৃতত্ত্ব ও প্রত্নতত্ত্ব, রসায়ন, কলা ও বিজ্ঞান, ব্যবসায়িক যোগাযোগ

আবেদনের যোগ্যতা

■ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

■ স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডিতে আগ্রহী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

বয়সসীমা: ১৮-৩০ বছর।

প্রয়োজনীয় নথি

■ পূর্ণাঙ্গ সিভি

■ একাডেমিক ট্রান্সক্রিপ্ট

■ ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL)

■ পাসপোর্টের কপি

■ সুপারিশপত্র (যদি প্রয়োজন হয়)

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা ট্রেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন সরাসরি অনলাইনে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ জানুয়ারি ২০২৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত