নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাছিবুর রহমানসহ তাঁর নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তাঁদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
পাশাপাশি শ্রেণিকক্ষে আবর্জনা পাওয়া যাওয়ায় তাঁদের ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি বলেন, `আমরা আজকে এখানে আপনাদের জানিয়ে এসেছি। আমরা জানিয়ে বা না জানিয়ে সব জায়গায় যাব। আমরা কোথাও যদি নিয়মের ব্যত্যয় দেখি, যেটা আমরা মনে করব অবহেলাজনিত কারণে হয়েছে। ছোটখাটো এইদিক ওইদিক সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু দীর্ঘদিন ময়লা-আবর্জনা ফেলে রাখা যেটা সমস্যার কারণ হতে পারে, যদি দেখি এটা অবহেলাজনিত কারণে হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সেই স্কুলের শিক্ষক বা কর্মকর্তা হন কিংবা আমার শিক্ষা অধিদপ্তরের যাদের এটা দেখার কথা ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
অভিভাবকেরা যদি টিউশন ফি একবারে দিতে না পরেন, তাহলে তাঁদের মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন দীপু মনি।
স্কুলের সামনে অভিভাবকদের জটলা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের মধ্যে দিয়ে অভিভাবকেরা সম্ভব হলে চলে যাবেন, না হলে স্কুল থেকে দূরে কোথাও স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন।
শিক্ষামন্ত্রী এ সময় স্কুলের ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে জেএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানান। এ সময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষানোর জন্য পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাছিবুর রহমানসহ তাঁর নেতৃত্বে গঠিত মনিটরিং কমিটির সদস্য শিক্ষকদেরও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম শুরুর সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে তাঁদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।
পাশাপাশি শ্রেণিকক্ষে আবর্জনা পাওয়া যাওয়ায় তাঁদের ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপু মনি বলেন, `আমরা আজকে এখানে আপনাদের জানিয়ে এসেছি। আমরা জানিয়ে বা না জানিয়ে সব জায়গায় যাব। আমরা কোথাও যদি নিয়মের ব্যত্যয় দেখি, যেটা আমরা মনে করব অবহেলাজনিত কারণে হয়েছে। ছোটখাটো এইদিক ওইদিক সেটা নিয়ে সমস্যা নাই। কিন্তু দীর্ঘদিন ময়লা-আবর্জনা ফেলে রাখা যেটা সমস্যার কারণ হতে পারে, যদি দেখি এটা অবহেলাজনিত কারণে হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সেই স্কুলের শিক্ষক বা কর্মকর্তা হন কিংবা আমার শিক্ষা অধিদপ্তরের যাদের এটা দেখার কথা ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
অভিভাবকেরা যদি টিউশন ফি একবারে দিতে না পরেন, তাহলে তাঁদের মাসিক কিস্তির ভিত্তিতে টিউশন ফি পরিশোধের ব্যবস্থা করে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেন দীপু মনি।
স্কুলের সামনে অভিভাবকদের জটলা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের স্কুলের মধ্যে দিয়ে অভিভাবকেরা সম্ভব হলে চলে যাবেন, না হলে স্কুল থেকে দূরে কোথাও স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন।
শিক্ষামন্ত্রী এ সময় স্কুলের ইউনিফর্ম নিয়ে শিক্ষার্থীদের চাপ না দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে জেএসসি পরীক্ষা নেওয়া হবে বলে জানান। এ সময় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষানোর জন্য পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১ দিন আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
৩ দিন আগে