Ajker Patrika

প্রাথমিকে ইন্টারনেট ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে, সতর্ক করে নির্দেশ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রাথমিকে ইন্টারনেট ব্যবহার হচ্ছে ব্যক্তিগত কাজে, সতর্ক করে নির্দেশ জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট ডেটা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগত কাজে ব্যবহার না করে যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মুহিবুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়, বিদ্যালয়ের শিখন-শেখানো কার্যক্রমের বাইরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউব ব্যক্তিগত ডিভাইসে ব্যবহার করে দ্রুত ডেটা শেষ করা হচ্ছে, যা ড্যাশবোর্ডে প্রদর্শিত হচ্ছে। যেসব বিদ্যালয়ে শিখন-শেখানো কার্যক্রমের বাইরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে ডেটা ব্যবহার করা হচ্ছে, সেসব বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জবাবদিহির আওতায় আনা হবে। অহেতুক ডেটা ব্যবহারের দায়-দায়িত্ব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহন করতে হবে। 

ইন্টারনেট সংযোগ পাওয়া বিদ্যালয়ে প্রতি মাসে প্রাপ্ত ২০ জিবি ডেটা সুনির্দিষ্টভাবে শিখন-শেখানো কার্যক্রমে যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ৪১ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে প্রতি মাসে ৪০০ টাকার প্যাকেজে ২০ জিবি ডেটা সরবরাহ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত