নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পরই বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল দেখতে পারছে আবেদনকারীরা। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ফিরোজ।
মোয়াজ্জেম হোসেন জানান, এবার একাদশে ১৫ লাখ ৭৬ হাজার ১৩৩ শিক্ষার্থীর আবেদনের বিপরীতে পছন্দের কলেজ পেয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬জন। প্রথম দফায় যারা নির্বাচিত হয়নি, তারা আরও দুই দফায় আবেদন করার সুযোগ পাবে।
সে হিসেবে প্রথম দফায় ১ লাখ ১৮ হাজার ৯০৭ জন পছন্দের কলেজ পায়নি। প্রকাশিত ফল পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে।
একাদশে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চিত করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চিত করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২ মার্চ থেকে একাদশের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
কাঙ্ক্ষিত কলেজ না পাওয়া আবেদনকারীদের বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রথম পর্যায়ে যারা কলেজ পায়নি, তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ আছে। এবার আমরা দেখেছি অনেক আবেদনকারী শুধুমাত্র পাঁচটি কলেজ চয়েস (পছন্দ) দিয়েছে। দেখা গেছে আবেদনকারীর স্কোর, অর্ডার অব চয়েস ও তার র্যাংকিং আসেনি। এসব শিক্ষার্থীকেই পুনরায় আবেদন করতে হবে।’
এর আগে গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। গড় পাস করেছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য গত ৮ জানুয়ারি অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ২৩ জানুয়ারি।
২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পরই বোর্ডগুলোর ওয়েবসাইটে ফলাফল দেখতে পারছে আবেদনকারীরা। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ফিরোজ।
মোয়াজ্জেম হোসেন জানান, এবার একাদশে ১৫ লাখ ৭৬ হাজার ১৩৩ শিক্ষার্থীর আবেদনের বিপরীতে পছন্দের কলেজ পেয়েছে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬জন। প্রথম দফায় যারা নির্বাচিত হয়নি, তারা আরও দুই দফায় আবেদন করার সুযোগ পাবে।
সে হিসেবে প্রথম দফায় ১ লাখ ১৮ হাজার ৯০৭ জন পছন্দের কলেজ পায়নি। প্রকাশিত ফল পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে।
একাদশে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামীকাল রোববার থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চিত করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চিত করতে হবে না। অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২ মার্চ থেকে একাদশের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
কাঙ্ক্ষিত কলেজ না পাওয়া আবেদনকারীদের বিষয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রথম পর্যায়ে যারা কলেজ পায়নি, তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ আছে। এবার আমরা দেখেছি অনেক আবেদনকারী শুধুমাত্র পাঁচটি কলেজ চয়েস (পছন্দ) দিয়েছে। দেখা গেছে আবেদনকারীর স্কোর, অর্ডার অব চয়েস ও তার র্যাংকিং আসেনি। এসব শিক্ষার্থীকেই পুনরায় আবেদন করতে হবে।’
এর আগে গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। গড় পাস করেছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য গত ৮ জানুয়ারি অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হয় ২৩ জানুয়ারি।
একটি শিশুর হাতে ঝাড়ু। স্কুলের করিডর নিজ হাতে মুছছে সে। ক্লাসের শেষে সবাই মিলে গ্লাস পরিষ্কার করছে, টেবিল সাজাচ্ছে, এমনকি টয়লেটও ধুয়ে নিচ্ছে নিঃসংকোচে। এটি কোনো ব্যতিক্রমী দৃশ্য নয়; বরং জাপানের প্রতিটি স্কুলে প্রতিদিনের স্বাভাবিক চিত্র। জাপানের শিক্ষাব্যবস্থা থেকে শেখার রয়েছে অনেক কিছুই।
২ ঘণ্টা আগেরাজধানীর ঐতিহ্যবাহী সাতটি কলেজ নিয়ে নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে সরকার। এ জন্য গত ১৬ মার্চ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (ঢাকেবি) নামে নতুন এ বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নাম প্রস্তাবের দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
১২ ঘণ্টা আগেশিক্ষার্থীদের দাবি না মেনে গাজীপুরে অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ‘অনিবার্য কারণবশত’...
১৯ ঘণ্টা আগেরাজধানীর কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের আতিক হাসান শুভ ও সাধারণ সম্পাদক পদে এখন টেলিভিশনের মো. বাইজীদ হোসেন সা’দ নির্বাচিত হয়েছেন।
২ দিন আগে