এইচএসসি বিশেষ পরামর্শ
শিক্ষা ডেস্ক
সৃজনশীল প্রশ্ন: ক ও খ বিভাগে সর্বমোট ১১টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে ২টি প্রশ্নের (আর্থিক বিবরণী) উত্তর দিতে হবে। খ বিভাগের ৯টি প্রশ্ন থেকে যেকোনো ৫টির উত্তর দিতে হবে।
পরীক্ষার হলে উত্তর লেখার ক্ষেত্রে যেসব কৌশল অবলম্বন করতে হয়:
যে প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নের করণীয়গুলো (ক, খ ও গ) বিক্ষিপ্তভাবে করবে না। অর্থাৎ ১ নম্বর প্রশ্নের উত্তর (ক) এক জায়গায়, এরপর ৫ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পর আবার ১ নম্বর প্রশ্নের ‘উত্তর (গ)’ এভাবে উত্তর করবে না।
প্রশ্নের পূর্ণমান ৭০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ২ মিনিট পাবে। এ ক্ষেত্রে, করণীয় ক-এর জন্য সময় বরাদ্দ ৪ মিনিট।
করণীয় খ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট এবং করণীয় গ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট। একটি প্রশ্ন তথা ১০ নম্বরের জন্য মোট ২০ মিনিট। এর ফলে আর্থিক বিবরণী উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু সময় পাবে।
বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ): প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম কাজ হবে প্রশ্নের ওপর যে সেট লেখা থাকবে, তা উত্তরপত্রে সেট কোড পূরণ করা। প্রশ্নের পূর্ণমান ৩০, সময় ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ১ মিনিট পাবে। প্রশ্ন ৪টি স্তরে হবে-জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর ও উচ্চতর দক্ষতার স্তর।
সর্বোচ্চ ১২টি প্রশ্ন থাকবে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তর থেকে। এ প্রশ্নগুলোর প্রতিটির উত্তর ১ মিনিটে দেওয়া সম্ভব নাও হতে পারে। এ জন্য জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্নোত্তর প্রতিটি ১ মিনিটের কম সময়ের মধ্যে দিতে পারবে। এ ধরনের প্রশ্নোত্তরে তুমি আগে বৃত্ত ভরাট করবে। তারপর খুব সহজেই বাকি ১২টির উত্তর শান্তভাবে বৃত্ত ভরাট করতে পারবে।
বাসায় এমসিকিউ পড়ার ক্ষেত্রে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক তথ্যগুলো আয়ত্ত করবে। আর প্রত্যেক অধ্যায়ের অঙ্কগুলোর নিয়মকানুন সৃজনশীলের জন্য আয়ত্ত করার ফলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরে এমসিকিউর উত্তর সহজেই দিতে পারবে। টেস্ট পেপারের কয়েকটি কলেজের প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে উপর্যুক্ত পরামর্শ তুমি সহজেই অনুধাবন ও প্রয়োগ করতে পারবে।
লেখক: মো. হানিফ চৌধুরী, সহকারী অধ্যাপক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা।
সৃজনশীল প্রশ্ন: ক ও খ বিভাগে সর্বমোট ১১টি প্রশ্ন থাকবে। ক বিভাগ থেকে ২টি প্রশ্নের (আর্থিক বিবরণী) উত্তর দিতে হবে। খ বিভাগের ৯টি প্রশ্ন থেকে যেকোনো ৫টির উত্তর দিতে হবে।
পরীক্ষার হলে উত্তর লেখার ক্ষেত্রে যেসব কৌশল অবলম্বন করতে হয়:
যে প্রশ্নের উত্তর লিখবে সেই প্রশ্নের করণীয়গুলো (ক, খ ও গ) বিক্ষিপ্তভাবে করবে না। অর্থাৎ ১ নম্বর প্রশ্নের উত্তর (ক) এক জায়গায়, এরপর ৫ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার পর আবার ১ নম্বর প্রশ্নের ‘উত্তর (গ)’ এভাবে উত্তর করবে না।
প্রশ্নের পূর্ণমান ৭০, সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ২ মিনিট পাবে। এ ক্ষেত্রে, করণীয় ক-এর জন্য সময় বরাদ্দ ৪ মিনিট।
করণীয় খ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট এবং করণীয় গ-এর জন্য সময় বরাদ্দ ৮ মিনিট। একটি প্রশ্ন তথা ১০ নম্বরের জন্য মোট ২০ মিনিট। এর ফলে আর্থিক বিবরণী উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছু সময় পাবে।
বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ): প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথম কাজ হবে প্রশ্নের ওপর যে সেট লেখা থাকবে, তা উত্তরপত্রে সেট কোড পূরণ করা। প্রশ্নের পূর্ণমান ৩০, সময় ৩০ মিনিট। প্রতি ১ নম্বরের জন্য সময় ১ মিনিট পাবে। প্রশ্ন ৪টি স্তরে হবে-জ্ঞান স্তর, অনুধাবন স্তর, প্রয়োগ স্তর ও উচ্চতর দক্ষতার স্তর।
সর্বোচ্চ ১২টি প্রশ্ন থাকবে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তর থেকে। এ প্রশ্নগুলোর প্রতিটির উত্তর ১ মিনিটে দেওয়া সম্ভব নাও হতে পারে। এ জন্য জ্ঞান ও অনুধাবন স্তরের প্রশ্নোত্তর প্রতিটি ১ মিনিটের কম সময়ের মধ্যে দিতে পারবে। এ ধরনের প্রশ্নোত্তরে তুমি আগে বৃত্ত ভরাট করবে। তারপর খুব সহজেই বাকি ১২টির উত্তর শান্তভাবে বৃত্ত ভরাট করতে পারবে।
বাসায় এমসিকিউ পড়ার ক্ষেত্রে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক তথ্যগুলো আয়ত্ত করবে। আর প্রত্যেক অধ্যায়ের অঙ্কগুলোর নিয়মকানুন সৃজনশীলের জন্য আয়ত্ত করার ফলে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরে এমসিকিউর উত্তর সহজেই দিতে পারবে। টেস্ট পেপারের কয়েকটি কলেজের প্রশ্নে পরীক্ষা দেওয়ার মাধ্যমে উপর্যুক্ত পরামর্শ তুমি সহজেই অনুধাবন ও প্রয়োগ করতে পারবে।
লেখক: মো. হানিফ চৌধুরী, সহকারী অধ্যাপক, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। শুরু হয়েছে ভোট গণনা। তবে এর আধা ঘণ্টা আগে থেকে বিবিএ অনুষদ ভবনের সামনে ছাত্রদল ও শিবিরের নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ছাড়া ভোট গণনা শুরুর পর এলইডি প্রজেক্টরে লাইন বিচ্ছিন্ন হওয়াকে কেন
৪৩ মিনিট আগেঅনিয়মের অভিযোগ তুলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন বর্জন করেছেন ইনসানিয়াত বিপ্লব-সমর্থিত প্রার্থীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন তাঁরা। যদিও নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এর পর থেকে ভোট গণনার প্রক্রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট—এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট জালিয়াতি ঠেকাতে ভোটারদের তিন স্তরের নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
৩ ঘণ্টা আগেকামাল উদ্দিন বলেন, আমাদের যে ছবিযুক্ত ভোটার, সেটা তো অন্য কোনো বিশ্ববিদ্যালয় করেনি। আমরা করেছি এবং এটা অনেক কষ্টসাধ্য কাজ, সেটা আমরা সমাধান করেছি।
৪ ঘণ্টা আগে