কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে আজ মঙ্গলবার থেকে খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। লাল-নীল বাসে করে শহর থেকে ক্যাম্পাসের দিকে আসছে শিক্ষার্থীরা।
ক্যাম্পাস খোলার প্রথম দিনে বিভিন্ন বিভাগ তাদের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে শিক্ষার্থীদের হিসেবে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন সেবা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি, যাতে তারা পূর্বের স্বাভাবিক জীবনে ফিরতে পারে।'
পদার্থবিজ্ঞান বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী ওয়াফি বলেন, 'দীর্ঘদিন পর সশরীরে আজ ক্লাস করতে পেরে খুবই আনন্দ লাগছে। ভার্চ্যুয়াল ক্লাস আর সশরীরের ক্লাস করা অনেক পার্থক্য।'
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রেখেই আমরা শ্রেণি কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।'
অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, 'দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় আমরাও আনন্দিত। চেনা মুখ গুলো আবার সরাসরি দেখতে পাচ্ছি এর চেয়ে ভালো বিষয় আর হয় না। করোনাকালীন যে সেশনজটে শিক্ষার্থীরা পরেছে, তা কাটিয়ে আবার তাদের নিয়ে এগিয়ে যাবো এই আশা রাখি।'
উল্লেখ্য, গত বছরের ১০ এপ্রিল করোনা সংক্রমণ ছড়িয়ে পরায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও (কুবি) তাঁদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখে। বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও ২ নভেম্বর থেকে সশরীরের শ্রেণি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে আজ মঙ্গলবার থেকে খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। লাল-নীল বাসে করে শহর থেকে ক্যাম্পাসের দিকে আসছে শিক্ষার্থীরা।
ক্যাম্পাস খোলার প্রথম দিনে বিভিন্ন বিভাগ তাদের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে শিক্ষার্থীদের হিসেবে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়।
বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন সেবা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি, যাতে তারা পূর্বের স্বাভাবিক জীবনে ফিরতে পারে।'
পদার্থবিজ্ঞান বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী ওয়াফি বলেন, 'দীর্ঘদিন পর সশরীরে আজ ক্লাস করতে পেরে খুবই আনন্দ লাগছে। ভার্চ্যুয়াল ক্লাস আর সশরীরের ক্লাস করা অনেক পার্থক্য।'
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রেখেই আমরা শ্রেণি কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।'
অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, 'দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় আমরাও আনন্দিত। চেনা মুখ গুলো আবার সরাসরি দেখতে পাচ্ছি এর চেয়ে ভালো বিষয় আর হয় না। করোনাকালীন যে সেশনজটে শিক্ষার্থীরা পরেছে, তা কাটিয়ে আবার তাদের নিয়ে এগিয়ে যাবো এই আশা রাখি।'
উল্লেখ্য, গত বছরের ১০ এপ্রিল করোনা সংক্রমণ ছড়িয়ে পরায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও (কুবি) তাঁদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখে। বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও ২ নভেম্বর থেকে সশরীরের শ্রেণি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।
ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ চারটি স্কুলে বিভক্ত হয়ে পরিচালিত হবে। এর মধ্যে স্কুল অব সায়েন্সের জন্য নির্ধারণ করা হয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ক্যাম্পাস; স্কুল অব আর্টস অ্যান্ড হিউমিনিটিসের জন্য সরকারি বাংলা কলেজ এবং স্কুল অব
১ দিন আগেবিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
২ দিন আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
২ দিন আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ দিন আগে