Ajker Patrika

শুরু হচ্ছে ‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর ২০তম আসর

অনলাইন ডেস্ক
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাবনগর ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর ঘোষণা দেওয়া হয়। ছবি: সংগৃহীত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আফতাবনগর ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর ঘোষণা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাস্ট্রোনমিবিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর আয়োজন করা হয়েছে। এবার হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আফতাবনগর, ঢাকা ক্যাম্পাসে আয়োজিত সাংবাদ সম্মেলনে এই অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, চেয়ারপারসন, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. শামস রহমান, উপাচার্য, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও রায়হান কবির, সহকারী মহাব্যবস্থাপক, মার্কেটিং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।

১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজপর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত এই ‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এ বিভাগীয় শহর ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাই করা ৩০০ ছাত্রছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা ও সর্বশেষ তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে।

এই পাঁচজন প্রতিযোগী আগামী ২০-২৭ সেপ্টেম্বর রাশিয়ায় হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ ছাড়া ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর জন্য আবেদন করার নিয়ম—

১৪ থেকে ১৫ বছর বয়সী স্কুল-কলেজপর্যায়ের ছাত্রছাত্রী, যাদের জন্ম ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে, তারা জুনিয়র গ্রুপ।

১৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল-কলেজপর্যায়ের ছাত্রছাত্রী, যাদের জন্ম ২০০৭-২০০৯ সালের মধ্যে, তারা সিনিয়র গ্রুপ।

প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ডের পরীক্ষা ১১-২১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

১. নিবন্ধন ফি: ১০০/-টাকা (মাত্র এক শ টাকা)।

২. নিবন্ধন ফি পাঠাতে হবে—বিকাশ নম্বর—০১৯১৫-৬৫৩৬০৭

গত বছরের মতো এবারের আয়োজনেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে অ্যাপেক্স। সে কারণে আয়োজনটির নাম ‘অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’।

অ্যাপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-২০২৫ আয়োজনে সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট ও ওয়াচেস ওয়ার্ল্ড।

এই আয়োজনের সঙ্গে আরও যারা যুক্ত রয়েছে—প্রথম আলো, দুরন্ত টেলিভিশন, চ্যানেল আই, বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম, দ্য বিজনেস স্টান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা, বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত