Ajker Patrika

ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২২, ১৪: ২৩
ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৯.৮৭ শতাংশ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৯.৮৭ শতাংশ। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী নাহলুল কবির নুয়েল। তিনি মোট নম্বর পেয়েছেন ৯৬.৫। এ ছাড়া ২য় হয়েছেন তাবিয়া তাসনীম। তিনি মোট নম্বর পেয়েছেন ৯৬.২৫। তিনি বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। ৩য় হয়েছেন সাবরিন আক্তার কেয়া। তিনি সরকারি নাজিমুদ্দিন কলেজের শিক্ষার্থী। তিনি মোট নম্বর পেয়েছেন ৯৬.২৫। একই নম্বর পেলেও নীতিমালার আলোকে তিনি ৩য় হয়েছেন। 

ফল জানবেন যেভাবে

পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে লগইন করে ফল জানতে পারবেন। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর লাগবে। 

এ ছাড়া আবেদনকারীরা যে কোনো মোবাইল অপারেটর থেকে DU Kha টাইপ করে 16321 নম্বরে পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানতে পারবেন। 

পরবর্তী নির্দেশনা

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৪ জুলাই বিকেল তিনটা থেকে ২১ জুলাই বিকেল তিনটা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে নিজ প্রোফাইলে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ১৭ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে এবং তা যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে। ফলাফল পূণঃনিরীক্ষণ করতে চাইলে তা নিরীক্ষার জন্য ফি দেওয়া সাপেক্ষে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে জমা দিতে হবে। 

মেধাক্রমে এগিয়ে থাকা উত্তীর্ণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ১৭ বিভাগ, আইন অনুষদের ১ টি, সামাজিক বিজ্ঞান অনুষদের ১৬ বিভাগ এবং চারটি ইনস্টিটিউট তথা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধীনে ভর্তি হতে পারবেন। 

মানবিক শাখার এই পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। এর মধ্যে  মাধ্যমিক/সমমান ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের ওপর ২০ (১০ + ১০) নম্বর। বাকি ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের নৈর্ব্যক্তিক এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করে ফলাফল তৈরি করা হয়। পরীক্ষার সময় ছিল দেড় ঘণ্টা। 

এর আগে গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় শহরে একযোগে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে অংশগ্রহণ করেন ৫৬ হাজার ৯৭২ জন। সে অনুপাতে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৩৩ জন শিক্ষার্থী। পাশ করে ৫ হাজার ৬২২ জন। 

ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিরসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

এলাকার খবর
Loading...