Ajker Patrika

ঢাবির সাড়ে ২৮ হাজার ভর্তিচ্ছুর পরীক্ষা হবে চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৩
ঢাবির সাড়ে ২৮ হাজার ভর্তিচ্ছুর পরীক্ষা হবে চবিতে

প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় শহরগুলোতে। চট্টগ্রাম বিভাগের ভর্তিচ্ছুদের পরীক্ষার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাই পাঁচটি ইউনিটের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেবেন ২৮ হাজার ৪১৩ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ২০০ পুলিশ সদস্য। এ ছাড়া বিভিন্ন সংস্থার বিপুল পরিমাণ সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবেন, যার মধ্যে রয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি), ডিজিএফআই, এনএসআই ও র‍্যাবের সদস্যরা। এ ছাড়া পরীক্ষার সময় শহর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা যানজটমুক্ত রাখতে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

চবিতে যে ইউনিটের যতজন পরীক্ষা দেবে

আগামী ১ অক্টোবর 'ক' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ঢাবির ভর্তি পরীক্ষা। এই ইউনিটে আবেদন করা ১১ হাজার ১৯৪ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী চবিতে পরীক্ষা দেবেন। ২ অক্টোবর 'খ' ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৮৪৬ জন, ২২ অক্টোবর 'গ' ইউনিটের পরীক্ষায় ৩ হাজার ৫৫৫ জন, 'ঘ' ইউনিটের পরীক্ষায় ৯ হাজার ৮৮০ জন ও 'চ' ইউনিটের পরীক্ষায় ৯৩৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী চবিতে পরীক্ষা দেবেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, `ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের ক্যাম্পাসে পাঁচটি ইউনিটের অধীনে প্রায় সাড়ে ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে। সার্বিক নিরাপত্তায় প্রায় ২০০ পুলিশ ক্যাম্পাসে নিয়োজিত থাকবে। এ ছাড়া ক্যাম্পাসের বাইরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য থাকবেন।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত