‘সাংবাদিক তুরাবসহ সব টার্গেট কিলিংয়ের বিচার দ্রুত হবে’
‘শহীদ সাংবাদিক তুরাব একজন সাহসী, মেধাবী ও পেশাদার সাংবাদিক ছিলেন। তিনি টার্গেট কিলিংয়ের শিকার। তাই শুধু শহীদ তুরাব নন, জুলাই আন্দোলনে যাঁরাই টার্গেট কিলিংয়ের শিকার হয়ে শহীদ হয়েছেন, সবার দ্রুত বিচার নিশ্চিত করা হবে।’ আজ রোববার সিলেটের বিয়ানীবাজার পৌর মিলনায়তনে শহীদ সাংবাদিক আবু তাহের