Ajker Patrika

সিলেটে মাদক হোম ডেলিভারি চক্রের দুই সদস্য আটক

প্রতিনিধি
সিলেটে মাদক হোম ডেলিভারি চক্রের দুই সদস্য আটক

সিলেট: ফোন করলে বা এসএমএস পাঠালেই বাসায় পৌঁছে দেওয়া হয় ইয়াবা, গাঁজা, হেরোইনসহ সব ধরনের মাদক। সিলেটে এই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানা-পুলিশ কদমতলী এলাকা থেকে তাদের আটক করে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম। আটককৃতরা হলেন—সিলেটের জকিগঞ্জ এলাকার মৃত বোশারত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪) ও জালালাবাদ থানার গুয়াবাড়ী কোচারপাড়ার এলাকার আব্দুল মতিনের ছেলে আনোয়ার জাহেদ সুমন (৩৩)।

ওসি মনিরুল ইসলাম বলেন, মাদক বেচাকেনার জন্য নিরাপদ কৌশল বেছে নিয়েছে বিক্রেতা ও ক্রেতারা। ফোন কিংবা এসএমএস করলে মাদক পৌঁছে যাচ্ছে বাসায়। মাদক হোম ডেলিভারি দিতে ব্যবহৃত হচ্ছে মোটরসাইকেল ও প্রাইভেটকার। গোপন সংবাদের ভিত্তিতে এমন চক্রের দুই সদস্যকে ৪৩০টি ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশের একটি বিশেষ দল। এ অভিযানে মাদক সরবরাহে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

তাঁদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত